এখনও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ
দলের মধ্যে অস্বস্তি, মাঠ ও মাঠের বাইরে নানা বিতর্কও ঘিরে আছে। কোনো রকমে সুপার টুয়েলভে পা রেখেছিল বাংলাদেশ। এখানেও টানা তিন ম্যাচ হেরে বিপর্যস্ত মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিন্তু এতেই কি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের?
একদমই না। সমীকরণে জটিলতা থাকলেও এখনও সেমিতে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে যায়নি। কাগজে-কলমের হিসাবে সম্ভাবনাটুকু বেঁচে আছে। শেষ চারে যেতে হলে বাংলাদেশের জন্য প্রথম সমীকরণ কী? নিজেদের পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্যই জিততে হবে। তাহলে বাংলাদেশে পয়েন্ট হবে ৪।
বিজ্ঞাপন
যেহেতু ইংল্যান্ড চার ম্যাচ জিতে ইতোমধ্যেই ৮ পয়েন্ট পেয়ে গেছে। তাই তাদের ধরার সম্ভাবনা নেই। তারা সেমিতে যাবেই। বাংলাদেশের দ্বিতীয় দল হিসেবে যাওয়ার সুযোগ খুঁজতে হবে। বাকি একটি ম্যাচও তাদের জয়ের প্রার্থনা থাকবে বাংলাদেশের। সঙ্গে আরও একটি ব্যাপারও দেখতে হবে, বাকি থাকা তিন দলের কেউই যেন ৬ পয়েন্ট না পায়।
আগামী ৪ নভেম্বর থেকেই বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। ওই দিন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানদের জিততে হবে। সেটিও যত কম ব্যবধানে পারা যায়, তত ভালো।
৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচে জিততে হবে গেইলদের। কারণ অজিরা জিতলেই তাদের পয়েন্ট হয়ে যাবে ছয়। শেষ হয়ে যাবে বাংলাদেশের সব সম্ভাবনা। আর ওয়েস্ট ইন্ডিজ প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে হারলে তাদের পয়েন্ট দুইয়েই আটকে থাকবে। পরে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচে অবশ্যই জিততে হবে ইয়ন মরগানের দলের।
কেননা দক্ষিণ আফ্রিকা জিতলেও তাদের পয়েন্ট ছয় হয়ে যাবে। তবে এই সবকিছুর আগে বাংলাদেশকে জিততে হবে বড় ব্যবধানে। সেটিও দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ছাড়া। কিন্তু এই দুই ম্যাচে জেতার পর বাকি সমীকরণগুলো মিললে কিন্তু মন্দ হয় না!
এমএইচ