প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের হার। এরপর অবশ্য ভারত কিছুটা ‘উন্নতি’ করেছে, নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটে। এই হারের ফলে দলটির শেষ চার নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা। 

প্রথম ম্যাচে ভারত খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৫০ পর্যন্ত পৌঁছেছিল। দ্বিতীয় ম্যাচে সেটাও হয়নি। শুরু থেকেই ট্রেন্ট বোল্টদের তোপে পড়ে দলটা উইকেট খুইয়েছে নিয়মিত বিরতিতেও। শেষটা হয়েছে মাত্র ১১০ রানেই। 

সেটাও হতো না, যদি না শেষ দিকে রবীন্দ্র জাদেজার ১৯ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসটি আসতো। ১৯তম ওভারে যখন ফিরলেন হার্দিক পান্ডিয়া আর শার্দুল ঠাকুর, তখনো শতক থেকে ছয় রান দূরে ছিল ভারত। তখন ধারণা করা হচ্ছিল, কোহলিদের দলীয় রানের কোটাও বুঝি ১০০ ছুঁতে পারবে না।

এরপর শেষ আট বলে ১৬ রান তুলে দলকে ১১০ রানের পুঁজি এনে দেন জাদেজা। সেটা যে দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না, সেটা দেখা গেছে কালকের ম্যাচেই। 

তবে কোহলিদের ব্যাটিং দেখে খোঁচা দেওয়ার লোভটা সামলাতে পারেননি সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তাদের ব্যাটিং দেখে ভনের মনে হয়েছে এতে নতুনত্ব নেই মোটেও। 

তাই তিনি টুইট করেছেন, ‘ভারতের এই ক্রিকেট ২০১০ সালের। কিন্তু এখন ক্রিকেট অনেকটাই বদলে গেছে। অনেক এগিয়ে গেছে।’
ভারতের এই হারের ফলে শেষ চার নিয়েই শঙ্কা তৈরি হয়ে গেছে। এখন সেমিফাইনালে যেতে হলে নিজেদের সব জয় তো তুলে নিতে হবেই, অন্যদের জন্যও এখন অমঙ্গল কামনা করতে হবে কোহলিদের।

এনইউ