কেন প্রতিবাদ জানালেন না কোহলিরা?
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে হাঁটু মুড়ে ভারতীয় ক্রিকেটারদের প্রতীকী প্রতিবাদ জানাতে দেখা যায়। কিন্তু সেই দৃশ্য দেখা যায়নি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ণবিদ্বেষ এবং ভেদাভেদের বিপক্ষে দলের অবস্থান একই রয়েছে।
টস হওয়ার পর ম্যাচ শুরুর ঠিক আগে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের দেখা যায়, হাঁটু মুড়ে বসতে। তবে সেই সময় ভারতের ওপেন করতে নামা দুই ক্রিকেটার ঈশান কিষান ও কেএল রাহুল বাউন্ডারি লাইনের ধারে অপেক্ষা করছিলেন। তাদের সতীর্থরাও ডাগ আউটে বসে ছিলেন। তারপরই ভারতীয় দলের অবস্থান নিয়ে জল্পনা ছড়ায়। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ কাণ্ডের প্রেক্ষিতে তারপরই ভারতীয় দলের পক্ষ থেকে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
ইন্ডিয়ান এক্সপ্রেসকে টিম ইন্ডিয়ার এক সোর্স জানান, ‘ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হাঁটু মুড়ে প্রতিবাদ জানিয়েছিল। সেখানেই স্পষ্ট হয়ে যায় ভারতীয় দলের অবস্থান। ক্রিকেটে বৈষম্যমূলক আচরণের কোনো জায়গা নেই।’
এবার বিশ্বকাপে আইসিসির পক্ষ থেকে প্রত্যেক দলের কাছে অনুরোধ জানানো হয়েছে ম্যাচ শুরুর আগে ক্রিকেটাররা বর্ণবৈষম্যের প্রতিবাদে হাঁটু মুড়ে বসতে পারে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আবার এ আচরণকে বাধ্যতামূলক করে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে কুইন্টন ডিকক-ইস্যুর মাধ্যমে।
চাপিয়ে দেওয়া এ নিয়ম মানতে না পেরে কুইন্টন ডিকক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে শ্রীলঙ্কার ম্যাচে হাঁটু-প্রতিবাদে সামিল হয়েছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দলের অবস্থানে সামিল না হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড অবশ্য কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি তারকা উইকেট কিপারের বিরুদ্ধে।
এসএসএইচ