মেহেদীর কাছে সবসময় অসহায় গেইল
ক্রিস গেইলের আক্রমণাত্মক ব্যাটিং এমনিতে আতঙ্কের সবার জন্যই। কিন্তু তারও তো দুর্বলতা আছে। অফ স্পিনে গেইলের দুর্বলতা অবশ্য নতুন কিছু নয়। বিশেষত বাংলাদেশি স্পিনারদের বিপক্ষে একটু বেশিই অসহায় তিনি। সোহাগ গাজীর বলে পুরো সিরিজজুড়ে ভুগেওছিলেন।
তবে ফরম্যাটটা টি-টোয়েন্টি আর বোলার মেহেদী হাসান হলেই অসহায় হয়ে পড়েন গেইল। কীভাবে? একটা পরিসংখ্যান খুঁজলেই পাওয়া যাবে এই উত্তর। এখন অবধি মোট ৬ ইনিংসে মেহেদীর মুখোমুখি হয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব।
বিজ্ঞাপন
এই ছয় ম্যাচে তার বিপক্ষে মেহেদী বল করেছেন মোট ৪৮টি। সেখানে কেবল ৪৬ রান নিতে পেরেছেন গেইল। আউট হয়েছেন তিন বার। শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আরও একবার ফুটে উঠল মেহেদীর বিপক্ষে গেইলের দুর্দশা।
নিজের দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে গেইলকে আউট করেন মেহেদী। তার অফ স্টাম্পের বাইরে পড়া বল সুইং করে গেইলের ব্যাট ছুঁয়ে স্ট্যাম্পে আঘাত হানে। ১০ বলে কেবল ৪ রান করে সাজঘরে ফেরত যান গেইল।
এমএইচ