ব্যাটে বলে করতে পারছিলেন না। যে বলে ‘বিদায়’ নিলেন সেটাও করলেন মিস। এরপরই ‘রহস্যজনকভাবে’ মাঠ থেকে নিজেকে তুলে নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। 

গুগল হোক, ক্রিকইনফো, কিংবা ম্যাচের অফিসিয়াল স্কোরকার্ড সর্বত্রই অবশ্য বলা হচ্ছে ‘আহত অবসর’। তবু এ নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই যেন। সেই ‘বিদায়’ এর আগে যে একটুও শারীরিক অস্বস্তির ছাপ ছিল না পোলার্ডের! তবুও ‘আহত অবসর’?

মাঠ ছেড়ে উঠে যাওয়ার আগে শারীরিক অস্বস্তি না থাকলেও অস্বস্তি একটা ছিলই তার। ব্যাটিংয়ে অস্বস্তি, ব্যাটে বলে করতে না পারার অস্বস্তি। আটটা রান করেছিলেন বটে, কিন্তু সেটা করতেও তিনি খেলেছেন ১৬ বল। সে ইনিংসে নেই কোনো চার বা ছয়ের মার। 

আউট না হয়েও তিনি যখন বিরস বদনে মাঠ ছাড়ছেন, তখনই শুরু হয়েছিল সন্দেহটা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সে সন্দেহ। ‘কৌশলগত কারণে নিজেকেই কি ‘আউট’ করলেন পোলার্ড?’- সবার কথাতেই সুরটা ছিল এমন।

কৌশলগত কারণে, নাকি সাময়িক কোনো চোট, সে ‘বিদায়’ কেন হয়েছিল, সেটা অবশ্য খোলাসা হয়নি। পোলার্ড আবারও নেমেছেন মাঠে। খেলেছেন আরও দুটো বল। এবার অবশ্য রান করতে পারলেন, ইনিংসের শেষ দুটো বল খেলে প্রথমটা মিস করলেও পরেরটায় ঠিকই ছক্কা হাঁকিয়েছেন তিনি।