শারজাহর মাঠ যেন এক খণ্ড বাংলাদেশ
শুক্রবার ছুটির দিন, তার ওপর বাংলাদেশের খেলা। ঘরে বসে থাকেন কী করে! পারেননি ক্রিকেটপ্রেমী প্রবাসীরাও। পুরো সপ্তাহ কাজ শেষে এদিন গন্তব্য ছিল একটাই- শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। টিকিটও মিলছিল না, আবার কালোবাজারি থেকে কেনার সামর্থ্যও সবার নেই। তবুও দলে দলে সবাই চলে এসেছেন স্টেডিয়ামে।
টিকিট হাতে থাকা ভাগ্যবানরা ঢুকতে পারলেন মাঠে। বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শুক্রবার গ্যালারিতে দাপট থাকল বাংলাদেশিদেরই। খোলা প্রেসবক্সে বসে মনে হচ্ছিল যেন বাংলাদেশের কোনো মাঠে খেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের সমর্থকের দেখা মিলছে হাতে গোনা। গ্যালারির পুরোটাতেই লাল-সবুজের গর্জন! মরুর বুকে এ যেন এক খণ্ড বাংলাদেশ!
বিজ্ঞাপন
মাঠে ঢোকার পথে কথা হচ্ছিল আজমান থেকে আসা এক প্রবাসী বাংলাদেশি দর্শকের সঙ্গে। যার গ্রামের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। আবু ইউসুফ নামের সেই দর্শক বলছিলেন, ‘বাংলাদেশের খেলা কখনোই মিস করি না। টেলিভিশনের পর্দায় খেলা তো অনেক দেখেছি। এখন সাকিব-মুশফিক ভাইরা আমাদের শহরে, খেলা না দেখে পারি?’ জানালেন ৭৫ দিরহাম দিয়ে টিকিট কেটেছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার টাকার কাছাকাছি।
তার মতো এতটা ভাগ্যবান নন দুবাই থেকে আসা জুবায়ের হোসেন। মাঠের বাইরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করেছিলাম, খেলা দেখতে যাবেন না? মন মরা হয়ে বলছিলেন, ‘না, যেতে পারলাম না। টিকিট পোলাম না। কালোবাজারে টিকিট চাচ্ছে ১৫০ দিরহাম। এত টাকা দিয়ে কেনা সম্ভব না।’ আসলেই চার হাজার টাকা খরচ করে খেলা দেখা তো বিলাসিতাই। রক্ত-ঘামের অনেক পরিশ্রমেই মেলে দিরহাম!
জুবায়েরের ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেক যুবক। নাম জানতে চাইলে বললেন, শামীম হোসেন, বাড়ি কুমিল্লায়। তার হাতেও টিকিট নেই। তবে অন্য বাংলাদেশিদের আনন্দ দেখতেই ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থাকা এই প্রবাসী ক্রিকেট ভক্ত বলছিলেন, ‘ঘরে মন টিকছিল না। তাই চলে এসেছি। এখানে আপনাদের দেখে মনটা ভালো হচ্ছে। বাংলাদেশের পতাকা, দেশের মানুষ। আমার তো মনে হচ্ছে আমি কুমিল্লাতেই আছি।’
টিকিট কেটে খেলা দেখবেন বলে মাঠে এসেছিলেন সিলেটের তরুণ বদিউল আলম। শারজাহতেই একটি দোকানে কাজ করেন। তার ছুটি ছিল না, তবে দোকানের মালিককে বলে কয়ে খেলা দেখতে এসেছেন। বাংলাদেশি ক্রিকেট যখন মাঠ ও মাঠের বাইরে দুঃসময়ে তখন পরিণত সমর্থকের মতো তিনি ঢাকা পোস্টকে বলছিলেন, ‘দেখুন, জয় পরাজয় নিয়ে এত ভাবনা নেই। হারলেও দেশটা আমার আর জিতলেও আমার। আমি জানি, একদিন ওরা ভালো করবে। খারাপ সময়েই তো তাদের পাশে থাকতে হবে বেশি করে!’
এই কথার পর আর কিছুই বলার থাকে না। এখানেই অনেকে শর্তহীনভাবে পাশে আছেন বাংলাদেশ ক্রিকেটের। বাংলাদেশ হারলে তাদের মন কেঁদে ওঠে। দূর প্রবাসে একটা জয় আবার তাদের চোখে জল নিয়ে আসে, সেটা আনন্দ অশ্রু! বদিউলরাই বাঁচিয়ে রাখেন ক্রিকেট!
এটি/এমএইচ/জেএস