বাংলাদেশ ম্যাচের আগে উইন্ডিজ বিশ্বকাপ দলে হোল্ডার
টি-টোয়েন্টি ফরম্যাটে রেকর্ড দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে এবারের বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি ক্যারিবীয়দের। সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে কাইরন পোলার্ডের দল। ঘুরে দাঁড়ানোর মিশনে শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে উইন্ডিজ। এ ম্যাচের আগে দলটির মূল স্কোয়াডে ঢুকেছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার রাতে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, চোট পেয়ে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়। তার পরিবর্তে অলরাউন্ডার হোল্ডারকে ১৫ সদস্যের স্কোয়াডে নিয়েছে উইন্ডিজ। এতদিন রিজার্ভ হিসেবে দলের সঙ্গেই ছিলেন হোল্ডার।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে ম্যাককয়ের পায়ের চোটের কথা বলা হলেও ২৪ বছর বয়সী এই পেসার কবে ও কিভাবে চোট পেয়েছেন সেটি জানা যায়নি। ইংল্যান্ডের বিপক্ষে একাদশে থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি খেলেননি তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন ২৯ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার। কুড়ি ওভারের সংস্করণে দেশের হয়ে তিনি সবশেষ খেলেছেন গত অগাস্টে, পাকিস্তানের বিপক্ষে।
টিআইএস