ফেসবুক রেখে মুশফিক-রিয়াদদের খেলায় মনোযোগ দিতে বললেন দুর্জয়
মাঠ ও মাঠের বাইরের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। বাইশ-গজের যুদ্ধে যেমন পরাস্ত হচ্ছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা, তেমনই মাঠের বাইরেও দুয়ো শুনতে হচ্ছে সমার্থকদের। ছেড়ে কথা বলছেন না খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিও। এসবের উৎপত্তিস্থল সামাজিক যোগাযোগ মাধ্যম। সমর্থকদের সমালোচনা নিতে পারছেন না ক্রিকেটাররা। কথার লড়াইয়ে জড়াচ্ছেন।
বাংলাদেশ দলের সবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় মনে করছেন, এসব হিতে বিপরীত হচ্ছে। এজন্য মাঠের পারফরম্যান্স ধরে রাখতে ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
দুবাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্জন বললেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম তো গণমাধ্যম না এটি স্বাভাবিক যোগাযোগ মাধ্যম। এখানে যে যেমন পারে তেমন বলছে। এটা নিয়ে ক্রিকেটারদের মাথা না ঘামিয়ে খেলায় ফোকাস করা উচিত। মাঠের বাইরের জিনিসগুলো নিয়ে চিন্তা না করে ক্রিকেটারদের উচিত মাঠে যা হচ্ছে তা নিয়ে ভাবা।’
বাংলাদেশের বিশ্বকাপ মিশন সুখকর হয়নি। স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরু। এরপর কোনরকম প্রথম পর্ব পাড়ি দিয়ে সুপার টুয়েলভে উঠলেও সুবিধা করতে পারছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের বিপক্ষে হার। দুর্জয় মনে করেন, এখনো টি-টোয়েন্টি জন্য যোগ্য দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ।
এই বোর্ড পরিচালক বলেন, ‘নিজেদের পরিচিত কন্ডিশনে একটু সুবিধা নিবে সেটা তো স্বাভাবিক। কিন্তু এটা তো আইসিসি টুর্নামেন্ট, এখানে আমরা ওভাবে চিন্তা করতে পারব না। তবুও যেহেতু এখানকার কন্ডিশনের সঙ্গে আমাদের কন্ডিশন অনেকটাই মিল তাই সুবিধা থাকাটা স্বাভাবিক।’
সঙ্গে যোগ করেন দুর্জয়, ‘ব্যাপারটা হল টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা এখনও সেভাবে মেলে ধরতে পারিনি, উল্টো দিকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে দেখবেন এমন কন্ডিশনে খুবই এগিয়ে। এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না, আমি চাই বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভাল করুক।’
টিআইএস/এনইউ