পাকিস্তানের কাছে হেরে বিধ্বস্ত ভারত
বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারানোয় শুভেচ্ছার জোয়ারে ভাসছে পাকিস্তান দল। অন্যদিকে ভারত শিবিরে চিত্রটা পুরো উল্টো। সমর্থকদের পাশাপাশি সাবেক ক্রিকেটাররাও চটেছেন বিরাট কোহলির দলের উপর। সাবেক ভারতীয় ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কার এই হারকে ‘পুরোপুরি বিধ্বস্ত’ বলে আখ্যা দিলেন।
খেলার পর স্টার স্পোর্টসের ম্যাচ পরবর্তী আয়োজনে গাভাস্কার বলেন, ‘ভারতের দিক থেকে দেখলে এই হার পুরোপুরি বিধ্বস্ত করে দেওয়ার মতো।’ পাকিস্তানের ইতিহাস সৃষ্টির ম্যাচটিতে ১৩ বল হাতে রেখেই ভারতের দেয়া ১৫২ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল। এমন অসহায় আত্মসমর্পনে হতাশ হলেও পরবর্তী খেলাগুলোর প্রস্তুতির উপর জোর দিলেন সাবেক এই ওপেননার।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আশা করি ভারত দ্রুতই নিজেদের গুছিয়ে নেবে। কারণ এটি গুরুত্বপূর্ণ। আপনাকে ভুলে যেতে হবে আগের খেলায় কি ঘটেছিল। আগামী খেলাগুলোয় ফোকাস করতে হবে আপনাকে।’
সুপার টুয়েলভে নিজেদের পরবর্তী খেলায় একই প্রতিপক্ষ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আগামীকাল পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের ও ৩১ অক্টোবর কিউইদের মোকাবিলা করবে ভারত।
এআইএ