আফ্রিদিকে সরিয়ে সাকিবই এখন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের সামনে সুযোগ ছিল ক্ষুদ্রতম ফরম্যাটের এই বিশ্ব আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বনে যাওয়ার। আগেই স্পর্শ করেছিলেন সাবেক পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদির রেকর্ড। আজ ছাড়িয়ে গেলেন তাকেও।
এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে বাংলাদেশ ও শ্রীলংকা। লংকান ইনিংসের নবম ওভারে সেট ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কাকে বোল্ড করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যান সাকিব। বর্তমানে বিশ্বকাপে তার উইকেটসংখ্যা ৪১।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরচেনা সেই সাকিব আল হাসানকেই দেখছে পুরো ক্রিকেট বিশ্ব। ওমানে অনুষ্ঠিত প্রথম পর্বে নিজের নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপের এই আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। শ্রীলংকার বিপক্ষে আজ ২ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপের শীর্ষ উইকেট শিকারি তো হলেনই, বনে গেলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারিও।
এআইএ/এনইউ