ভারত পাকিস্তান ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে ক্রিকেট পাড়ায় এ নিয়ে বাড়ছে উত্তাপ। দুই দেশের সাবেক ও বর্তমান তারকারাও বেশ সরব হয়ে উঠেন এই মহারণ এলেই। এমন গুরুত্বপূর্ণ খেলায় যে যশপ্রীত বুমরাহই হতে চলেছেন ভারতের তুরুপের তাস সেকথা বলেছেন অনেক বিশেষজ্ঞই। ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও মনে করেন বুমরাহর আগমনের পর বেড়েছে ভারতীয় বোলিং লাইনআপের শক্তিমত্তা।

তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড ভাল। আমাদের ব্যাটিং বেশ মানসম্মত এবং বুমরাহ আসার পর বোলিংয়েও উন্নতি এসেছে। সেই বোলিং আক্রমণের নেতা। তবে কেন জানি মনে হচ্ছে এবারের পাকিস্তান দলটা একটু বেশিই শক্তিশালী। আশা করি ভারত জিতবে।’

বুমরাহের শৈশবের কোচ কেতুল পুরোহিত বলেন, ‘আইপিএলের পর তারা ভাল ফর্মে আছে। আশা করি আজকের খেলায় এর সুফল আমরা ভোগ করব। বুমরাহ ও বাকি খেলোয়াড়রা ভাল করবে বলেই আমার বিশ্বাস।’

আরেক ফাস্ট বোলার মোহাম্মাদ শামির কোচ বদরুদ্দিন সিদ্দিকি বলেন, ‘ভারতের বোলিং ও ব্যাটিং পাকিস্তানের চেয়ে ভাল। ভারতের বোলিং আক্রমণ বিশ্বসেরা। বিশ্বকাপ জেতার সবচেয়ে যোগ্য দল তারা।’

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাত ৮টায় মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও বাবর আজমের পাকিস্তান। এর আগে বিশ্বকাপের মঞ্চে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ইতিহাস বদলে দেবার প্রত্যয় নিয়েই আজ মাঠে নামবেন বাবররা।

এআইএ/এনইউ