কোহলির ভারত যে ৩ কারণে বিশ্বকাপে ফেভারিট নয়
সেই ২০০৭ বিশ্বকাপে শিরোপাজয়। এরপর থেকে টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বের আসর ভারতকে কেবল হতাশাই উপহার দিয়েছে। সে খরা ঘোচানোর আশায় এবার সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছে বিরাট কোহলির দল। তবে এবারও কাজটা সহজ হবে না তাদের।
কোহলির ভারত, ও তাদের শিরোপার সম্ভাবনা সম্পর্কে মত দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। তার মতে তিনটি কারণে বিশ্বকাপে ফেভারিট নয় কোহলির দল।
বিজ্ঞাপন
প্রথম কারণটা খোদ টি-টোয়েন্টি ফরম্যাটটাই। হুসেইনের ভাষ্য, ‘ভারতীয় দলের বিশ্বকাপ জেতাটা খুব সহজ হবে না। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মধ্যে ব্যবধান খুব বেশি থাকে না। তিন বলে খেলা ঘুরে যেতে পারে। একজন ব্যাটার যদি ৭০ বা ৮০ রান করে দিতে পারে তা হলেই গোটা ব্যাপারটা বদলে যায়। যে কেউ নক আউট ম্যাচে বিরাটদের হারিয়ে দিতে পারে।’
এই ভারতকে পরিকল্পনাহীন মনে হয়েছে তার। সেটা বোঝাতে ২০১৯ বিশ্বকাপের উদাহরণ টেনে আনলেন তিনি। হুসেইন বললেন, ‘২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিকল্প কোনও পরিকল্পনা দেখিনি। এটাই সমস্যায় ফেলবে ভারতকে। তবে কাগজে-কলমে অনেকটাই এগিয়ে ভারত।’
তৃতীয় কারণ হিসেবে নাসের দেখছেন আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় বিরাটদের রেকর্ডকে। ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে আইসিসি ইভেন্টে বরাবরই ব্যর্থ ভারত। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার, পরের বছর বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হার, আর ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডে কাঁটা পড়ে কোহলির দলের শিরোপা-স্বপ্ন।
সেই এবার ভারতকে চাপে রাখবে। সে বিষয়টা আরও একবার মনে করিয়ে দিলেন নাসের হুসেইন। ইংলিশ এই ধারাভাষ্যকারের কথা, ‘বেশ কিছু বছর ধরেই আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় ভারত জিততে পারেনি। এবারেও চাপে থাকবে ভারতীয় দল। সমর্থকদের প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামতে হবে বিরাট-রোহিতদের। ফলে ভুল করলেই সমস্যায় পড়তে হবে তাদের।’
এনইউ