বিশ্বকাপের পয়েন্ট টেবিল
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে গত ১৭ অক্টোবর। মাঠের লড়াইয়ে প্রথম পর্বের আজ (শুক্রবার) শেষদিন। প্রথম পর্বে দুই গ্রুপের ৮টি দলের মধ্যে ৪টি দল সুযোগ পাবে সুপার টুয়ালভে খেলার। যেখানে আগে থেকে অবস্থান করছে আরো ৮টি দল। প্রথম পর্বের সমীকরণ অনেকেটাই মিলে গেছে। গ্রুপ ‘বি’ থেকে পরের পর্ব নিশ্চিত করেছে স্কটল্যান্ড আর বাংলাদেশ। গ্রুপ ‘এ’ থেকে চূড়ান্ত হয়েছে শ্রীলঙ্কার নাম। আজ আয়ারল্যান্ড ও নামিবিয়ান মধ্যে লড়াইয়ে যে দল বিজয়ী হবে তারাই যাবে সংযুক্ত আরব আমিরাতে।
এক নজরে দেখা নেওয়া যাক বিশ্বকাপের পয়েন্ট টেবিল-
বিজ্ঞাপন
গ্রুপ ‘বি’
স্কটল্যান্ড: ৩ ম্যাচ, ৩ জয়, ০ হার, ৬ পয়েন্ট, রানরেট +০.৭৭৫
বাংলাদেশ: ৩ ম্যাচ, ২ জয়, ১ হার, ৪ পয়েন্ট, রানরেট +১.৭৩৩
ওমান: ৩ ম্যাচ, ১ জয়, ২ হার, ২ পয়েন্ট, রানরেট -০.০২৫
পিএনজি: ৩ ম্যাচ, ০ জয়, ৩ হার, ০ পয়েন্ট, রানরেট -২.৬৫৫
গ্রুপ ‘এ’
শ্রীলঙ্কা: ২ ম্যাচ, ২ জয়, ০ হার, ৪ পয়েন্ট, রানরেট +৩.১৬৫
আয়ারল্যান্ড: ২ ম্যাচ, ১ জয়, ১ হার, ২ পয়েন্ট, রানরেট -১.০১০
নামিবিয়া: ২ ম্যাচ, ১ জয়, ১ হার, ২ পয়েন্ট, রানরেট -১.১৬৩
নেদারল্যান্ডস: ২ ম্যাচ, ০ জয়, ২ হার, ০ পয়েন্ট, রানরেট -১.২৪০
সেরা পাঁচ রান সংগ্রাহক-
ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস), ২ ম্যাচ, ২ ইনিংস, ১২১ রান, গড় ৬০.৫০
যতিন্দার সিং (ওমান), ৩ ম্যাচ, ৩ ইনিংস, ১১৩ রান, গড় ৫৬.৬০
সাকিব আল হাসান (বাংলাদেশ), ৩ ম্যাচ, ৩ ইনিংস, ১০৮ রান, গড় ৩৬.০০
রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড), ৩ ম্যাচ, ৩ ইনিংস, ১০৩ রান, গড় ৫১.৫০
আকিব ইলিয়াস (ওমান), ৩ ম্যাচ, ৩ ইনিংস, ৯৩ রান, গড় ৪৬.৫০
সেরা পাঁচ উইকেট সংগ্রাহক-
সাকিব আল হাসান (বাংলাদেশ), ৩ ম্যাচ, ১২ ওভার, ৯ উইকেট, গড় ৬.০০
জশ ড্যাভি (স্কটল্যান্ড), ৩ ম্যাচ, ১১.৩ ওভার, ৮ উইকেট, গড় ৮.৩৬
মহীশ থিকশানা (শ্রীলঙ্কা), ২ ম্যাচ, ৮ ওভার, ৬ উইকেট, গড় ৭.০০
কাবুয়া ভাগি-মোরিয়া (পিএনজি), ৩ ম্যাচ, ১০ ওভার, ৬ উইকেট, গড় ১২.৫০
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ৩ ম্যাচ, ১২ ওভার, ৬ উইকেট, গড় ১৭.০০
টিআইএস