জিতলেই ওমান গড়ে ফেলবে ইতিহাস। প্রথমবারের মতো গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে চলে যাবে বিশ্বকাপের সুপার টুয়েলভে। এমন সমীকরণ সামনে রেখে স্কটল্যান্ডের মুখোমুখি স্বাগতিকরা। ম্যাচটা স্কটিশদের জন্যও বাঁচা মরার। বাংলাদেশের বিশাল জয় নেট রান রেটে স্কটিশদের বেশ বিপদেই ফেলে দিয়েছে। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, পরের রাউন্ডে যেতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যেতে হবে, নাহয় ছিটকে পড়তে হবে দলটিকে। এর মাঝামাঝি কোনো উপায় নেই দলটির।

এমন এক ম্যাচে শুরুতে ব্যাট করে খুব লড়াকু সংগ্রহ পেল না ওমান। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১২২ রানই তুলতে পেরেছে কেবল।

টসে জিতেছিল স্বাগতিক ওমান। তবে এরপর যা ব্যাটিং করেছে, তাতে বোলারদের জন্য খুব বড় পুঁজি রেখে যেতে পারেননি ব্যাটাররা। শুরু থেকেই স্কটিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধুঁকেছে ওমান। ১৩ রানেই হারিয়ে ফেলে দুটো উইকেট। যতিন্দর সিং ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপর ক্যাশপ প্রজাপতি ফেরেন তিন রান করে।

ওপেনার আকিব ইলিয়াস একটা চেষ্টা করেছিলেন দলের ইনিংস মেরামতের। কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি ফেরেন মাইকেল লিস্কের শিকার হয়ে। ভালো কিছুর আশা দেখিয়ে বেশি দূর যেতে পারেননি মোহাম্মদ নাদিমও, করতে পেরেছেন কেবল ২৫ রান। দুজনের বিদায়ের পর দলের ইনিংস টেনেছেন অধিনায়ক জিশান মাকসুদ, শেষ ওভারে বিদায় নেওয়ার আগে করেছেন ৩০ বলে ৩৪ রান। তাতে ওমানের সংগ্রহটা ভদ্রস্থই হয়েছে কেবল, লড়াকু আর হয়নি। 

স্কটিশ বোলারদের মধ্যে জশ ডেভি শিকার করেছেন তিন উইকেট। মাইকেল লিস্ক, সাফিয়ান শরীফের দখলে গেছে দুটো করে উইকেট।

এনইউ