পিএনজির বিপক্ষে শতভাগের বেশি দিয়ে খেলেছে বাংলাদেশ
প্রথম পর্বের শেষ ম্যাচে শক্তিমত্তায় তুলনামূলক অনেকটাই পিছিয়ে দল পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলেছে বাংলাদেশ দল। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটির বিপক্ষে শক্তিমত্তার পার্থক্য স্পষ্ট। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড গড়া সর্বোচ্চ ৮৪ রানের জয় পাওয়া গেছে পিএনজির বিপক্ষে। প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি হলেও ঝুঁকি নেয়নি বাংলাদেশ দল। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, ক্রিকেটাররা শতভাগের বেশি দিয়ে খেলেছেন।
পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বললেন, ‘আজ ভালো খেলেছি দেখে মনে হচ্ছে (ভালো প্রস্তুতি হয়েছে)। সবার কাছে এরকম মনে হবে আজ। যদি এক ম্যাচে খারাপ হয় খুব বেশি করে সমালোচনা শুরু হয়ে যাবে। আমরা চেষ্টা করছি দল হিসেবে যেন ভালো পারফর্ম করতে পারি। সবার কমিটমেন্ট আজ শতভাগেরও বেশি ছিল। ভালো কিছু করার জন্য দলের সবাই উদগ্রীব ছিল।’
বিজ্ঞাপন
প্রশ্ন উঠতে পারে পাপুয়া নিউ গিনির বিপক্ষেও শতভাগের বেশি দিতে হচ্ছে টাইগারদের? এর কারণ আছে বৈকি। সম্প্রতি মাঠে পাফরম্যান্স একেবারেই ভালো যাচ্ছে না মাহমুদউল্লাহর দলের। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। পাপুয়া নিউ গিনির বিপক্ষে পা হড়কালেই ছিল মহাবিপদ। এ ম্যাচ জয়ের পর স্বস্তি প্রকাশ করলেন টাইগার দলপতি।
মাহমুদউল্লাহ বলেন, ‘কিছুটা স্বস্তি তো অবশ্যই আছে। দল ভালো করছে। অবশ্যই ভালো লাগছে। গ্রুপ রানার্স-আপ হলে কোন কোন দল আছে এগুলো খুব একটা চিন্তা করছি না। পাওয়ার হিটার কে আছে না আছে এগুলো পরে দেখা যাবে।’
সঙ্গে যোগ করেন মাহমুদউল্লাহ, ‘এই ফরম্যাটে উত্থান-পতন থাকবেই, আপনি সবসময় পারফেক্ট গেম খেলতে পারবেন না। কখনও খারাপ দিন যাবে কখনও ভালো দিন যাবে। দলের মধ্যে যদি ঐ স্থিরতা থাকে তাহলে কাটিয়ে উঠতে পারব। এটা নিয়ে আমরা সতর্ক এবং দল হিসেবে এখন সেটেলড।’
টিআইএস/এনইউ