বিশ্বকাপ শুরুর আগে বেশ কিছু রেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল সাকিবকে। প্রথম ম্যাচেই লাসিথ মালিঙ্গাকে ছুঁয়ে বনে গিয়েছিলেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি। এবার শহিদ আফ্রিদির বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ডে ভাগ বসালেন সময়ের সেরা এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরচেনা সেই সাকিব আল হাসানকেই দেখছে পুরো ক্রিকেট বিশ্ব। ওমানে অনুষ্ঠিত প্রথম পর্বে নিজের নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপের এই আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। পাপুয়া নিউ গিনির বিপক্ষে আজ ৯ রানে ৪ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপের শীর্ষ উইকেট শিকারি তো হলেনই, বনে গেলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারিও।

পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামার আগে স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে দুই ম্যাচে সাকিব নিয়েছিলেন ৫ উইকেট। স্বাগতিক ওমানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে ৩টি উইকেট নিয়েছিলেন সাকিব। হয়েছিলেন ম্যাচসেরাও।

সে ধারা আজও ধরে রাখলেন তিনি। তুলে নিলেন চার উইকেট। তাতে ছুঁয়ে ফেলা গেল শহিদ আফ্রিদির বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও। বিশ্বকাপে এখন সাকিব ও আফ্রিদির উইকেটসংখ্যা সমান ৩৯টি। তবে একটা জায়গায় আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন সাকিব। সাবেক পাকিস্তান অধিনায়কের ৩৯ উইকেট শিকার করতে খেলতে হয়েছিল ৩৪ ম্যাচ, সেখানে সাকিব এই মাইলফলক ছুঁলেন মাত্র ২৮ ম্যাচেই।

এনইউ/জেএস