টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানের হার। তাতে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচই এখন বাঁচা মরার লড়াই। তার প্রথমটায় ওমানের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ২৬ রানে। সেই জয়ের এক দিন পরেই আবার আরেক বাঁচা মরার লড়াই, পাপুয়া নিউ গিনির বিপক্ষে নামছে দল।
সেই লড়াইয়ে বাংলাদেশ জিতেছে টসে। দ্বিতীয় ম্যাচের মতো এদিনও নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
আগের ম্যাচ জেতার ফলে এদিন একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। এদিকে পাপুয়া নিউ গিনি দলে এসেছে এক পরিবর্তন। টনি উরার পরিবর্তে দলে ঢুকেছেন দামিয়েন রাভু।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাপুয়া নিউ গিনি একাদশ
দামিয়েন রাভু, লেগা সিয়াকা, আসাদ ভালা, চার্লস আমিনি, সেস বাউ, নরম্যান ভানুয়া, সাইমন আতাই, কিপলিন ডোরিগা, চাদ সোপার, কবুয়া মোরিয়া, নোসাইনা পোকানা।
এনইউ