একঝাঁক তারকার ভিড় প্যারিস সেইন্ট জার্মেইঁতে। তবুও শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে হোঁচট খেয়েছে তারা। প্রশ্ন উঠেছিল লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপের মতো তারকারা একসঙ্গে মানিয়ে নিতে পারছেন কি না। 

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে পিএসজি। এই ম্যাচে অবশ্য ছিলেন না নেইমার। তবে মেসি ও এমবাপের দারুণ বোঝাপড়া দেখা গেছে মাঠে। ম্যাচশেষে পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো জানিয়েছেন, সময়ের সঙ্গে আরও ভালো হবে এই জুটি।

তিনি বলেন, ‘এমবাপে ও মেসির যে প্রতিভা, সেটা তো স্পষ্টই। তারা দুজনই পিএসজির হয়ে খেলে আর যখন ম্যাচে কেউই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পায় না। তখন আমার মনে হয় তাদের মতো প্রতিভাবানরা সমাধান খুঁজে বের করে ফেলে। যা লাইপজিগের বিপক্ষে ম্যাচে হয়েছে।’ 

পচেত্তিনো আরও বলেন, ‘প্যারিসের মতো দলে, যারা প্রতিটা ম্যাচে জিততে চায়। তাদের জন্য জন্য এমন প্রতিভাবান ফুটবলার অনেক গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে আমার মনে হয় কিছু বিষয় আরও ভালোভাবে কাজ করবে।’

নিজের দলের আক্রমণভাগের প্রশংসা করে পিএসজি কোচ বলেন, ‘এটা সত্যি প্রতিভা থাকলে সেটা বেরিয়ে আসবেই। আর মেসি, কিলিয়ান, জুলিয়ানের মতো ফুটবলাররা আমাদের আক্রমণে ছিল, তারা খুবই প্রতিভাবান। তারা একসঙ্গে জুটি গড়ে অনেক কিছুই করতে পারে।’

এমএইচ