বাংলাদেশের সঙ্গে খেলতে পেরেই খুশি পাপুয়া নিউ গিনি
ব্যাট-বলের লড়াইটা বেশ পুরোনো পাপুয়া নিউ গিনিতে। দেশটিতে ক্রিকেট চর্চা হয় দীর্ঘদিন ধরেই। তবে অবকাঠানোর অভাবে আলোর দেখা পায় না দেশটির ক্রিকেট। এবার প্রথমবারের মতো ছেলেদের বিশ্বকাপে পিএনজি। প্রথম পর্বে টানা দুই ম্যাচ হারের পর শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত পাপুয়া নিউ গিনির অলরাউন্ডার চার্লস আমিনি। বাংলাদেশের বিপক্ষে খেলতে পেরেই খুশি তারা।
বাংলাদেশ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আমিনি বলেন, ‘বাংলাদেশ এই আসরে খুব ভাল অবস্থানে থেকেই এসেছে। ওরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়েছে। যদিও তারা এখানে স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে। তবুও বাংলাদেশ শক্তিশালী দল। আমরা তাদের সঙ্গে খেলতে পেরে সত্যিই খুব খুশি।’
বিজ্ঞাপন
তবে এ আনন্দেই সন্তুষ্ট থাকতে রাজি নন আমিনি। বাংলাদেশকে হারিয়ে অঘটনের বার্তা দিয়ে রাখলেন। এটিও মনে করিয়ে দিলেন, সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। বাংলাদেশকে হারাতে পারলে সুপার টুয়েলভের দৌড়ে টিকে থাকবে পাপুয়া নিউ গিনি, তাকিয়ে থাকবে কাল দিনের শেষ ম্যাচের দিকে। আমিনি চাইছেন সেটাই।
আমিনি বললেন, ‘আমরা বিশ্বকাপে খেলতে পেরে সত্যি গর্বিত। আমরা নিজেদের চেষ্টার জন্যও গর্বিত। আমরা হয়ত প্রথম দুই ম্যাচ হেরেছি কিন্তু এখনও আমাদের হাতে একটি সুযোগ আছে। স্কটল্যান্ড যদি অঘটন ঘটাতে পারে আমরাও বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটাতে পারি।’
বাংলাদেশকে হারিয়ে ইতিহাস তৈরির ইঙ্গিত আমিনির কণ্ঠে, ‘আমাদের প্রধান কাজ হবে ম্যাচটা জেতা। কারণ জিতলে আমাদের জন্য ইতিহাস তৈরি হবে। জয়ের চেষ্টা করাটাই আমাদের হাতে। এর বাইরে কোন কিছু তো আমাদের হাতে নেই। তাই আমরা আগামীকালের সুযোগটাতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চাই। এরপরে তো রান রেটের হিসাব আছে, এটাও আমাদের হাতে নেই। ওটা এখন খুব শক্তও। আমরা শুধু একটা জয় আশা করছি।’
টিআইএস/এনইউ