লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন ফুটবল বিশ্ব আলো করে রেখেছেন মধ্য ত্রিশে এসেও, ক্রিকেটের ক্ষেত্রে বিরাট কোহলিও ঠিক তাই। মেসি রোনালদো, আর কোহলি সম্পূর্ণ দুই ভুবনের বাসিন্দা হলেও তাদের এক সূত্রে গেঁথেছে দুবাইয়ে মাদাম তুসোর জাদুঘর। বানিয়েছে তাদের মোমের ভাস্কর্য। ঠাই দিয়েছে দুবাইয়ে নিজেদের নতুন জাদুঘরে।

টি২০ বিশ্বকাপের পাশাপাশি আরবের দুবাই শহরে চলছে এক্সপো ২০২০। এই দুই আসরের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা দুবাইয়ে এসেছেন। তাঁদের আকর্ষণ করতেই সেখানে এবার জাদুঘর চালু করেছে মাদাম তুসো।

সেই জাদুঘরেই এবার জায়গা পেয়েছে মেসি, রোনালদো, আর কোহলির ভাস্কর্য। এখানেই শেষ নয়, সে জাদুঘরে আছে সব মিলিয়ে ৬০ জন তারকার মূর্তি। জোড়া ইভেন্ট যখন চলছে শহরে, তখন পর্যটনের দিকে জোর দিতে চাইছে দুবাই। সেই কারণেই এমন আরও অনেক পদক্ষেপ নিচ্ছে তারা।

জাদুঘর কর্তৃপক্ষ বলছে, ‘গত বৃহস্পতিবার থেকে আমরা সবার জন্য এই জাদুঘর খুলে দিয়েছি। আমরা আশা করছি, স্থানীয় দর্শকদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও আসবেন আমাদের এই জাদুঘর দেখতে। আমরা এই অঞ্চলের বিভিন্ন শিল্পীদের কাজ দিয়ে এই জাদুঘর তৈরি করেছি।’

এনইউ