সাকিবের বিদায়ে ভাঙল ৮০ রানের জুটি
শুরুর ধাক্কাটা সামলে উঠছিল বাংলাদেশ। সাকিব আল হাসান আর নাঈম শেখের জুটি ইঙ্গিত দিচ্ছিল বিপজ্জনক হয়ে ওঠারও। কিন্তু সাকিবের রান আউটে সলীল সমাধি হলো সে সম্ভাবনার।
আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ২৮ বলে ২০ রানের ইনিংস। ১৪১ রান তাড়া করতে নেমে হারের পেছনে তার এমন ইনিংসের দায়ও ছিল। আজও শুরুটা ছিল তেমনই। শুরুর ২০ রান এসেছে ১০০ এর আশেপাশের স্ট্রাইকরেটেই।
বিজ্ঞাপন
তবে থিতু হতেই হাত খোলা শুরু করেন তিনি। বাউন্ডারি হাঁকান টানা কয়েক ওভারে। বাংলাদেশের রানের চাকাও সচল হয় তাতে।
যখনই আরও বিপজ্জনক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, তখনই ছন্দপতন। ফাইয়াজ বাটের ইয়র্কার পয়েন্টে ঠেলে একটা রান চুরি করতে চেয়েছিলেন সাকিব, কিন্তু আকিবের দারুণ এক সরাসরি থ্রোতে তা আর সম্ভব হয়নি। ২৯ বলে ৪২ রান করে ফেরেন তিনি। ভেঙে যায় ৮০ রানের জুটিটিও।
এনইউ