ফর্ম নেই, তবু ওয়ার্নারে আস্থা হারাচ্ছেন না ম্যাক্সওয়েল
ডেভিড ওয়ার্নারের অফ ফর্ম বেশ ভাবাচ্ছে অস্ট্রেলিয়াকে। কিছুদিন ধরেই রান নেই তার ব্যাটে। বিশ্বকাপ মিশন শুরুর প্রাক্কালে বড় এই তারকার ফর্মহীনতা দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে অজি শিবিরে। রান করতে ব্যর্থ হওয়ায় সদ্য শেষ হওয়া আইপিএলে দু’বার বাদ পড়েছিলেন মূল স্কোয়াড থেকে। দ্বিতীয় পর্বে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম দুটি খেলায় রান করেন যথাক্রমে ০ ও ২।
প্রস্তুতি ম্যাচেও আলো ছড়াতে পারেননি একসময়ে বোলারদের আতঙ্ক বনে যাওয়া ওয়ার্নার। নিজের খেলা প্রথম বলেই টিম সাউদিকে ডাউন দ্য উইকেটে এসে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন স্লিপে। মিডিয়াতেও বেশ লেখালেখি হচ্ছে ওয়ার্নারের এই খারাপ ফর্ম নিয়ে। এমন কঠিন সময়ে তার পাশে দাঁঁড়ালেন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘ডেভির (ওয়ার্নার) ফিরে আসা নিয়ে যদি আপনার সন্দেহ থাকে, এটা অবশ্যই ঠিক নয়। আপনি জানেন সে ঘুরে দাড়াবেই। সে সকল ফরম্যাটেই সুপারস্টার। প্রচুর রান করেছে সে।’
তার আউট নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘যখন আপনি রানের সন্ধানে থাকেন তখনি এমনটা হয়। যত যাই হোক সে আমাদের জন্য একজন বড় মাপের খেলোয়াড়।’
আগামী ২৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। সেদিন গ্রুপ ১ এ অজিরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
এআইএ/এনইউ