ওমানের বিপক্ষে ‘সেরা ব্র্যান্ডের’ ক্রিকেটের বার্তা বাংলাদেশের
‘ডু ওর ডাই’! ওমানের বিপক্ষে আজ মঙ্গলবার বাঁচা-মরার লড়াই বাংলাদেশ দলের। ২০১৬ সালের স্মৃতি ফেরাতে পারলে এবারের বিশ্বকাপের মিশন আরেকটু দীর্ঘায়িত হবে টাইগারদের। পা হড়কালেই ধরতে হবে দেশের পথ। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া লাল-সবুজের প্রতিনিধিরা ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। এজন্য ওমানের বিপক্ষে ‘সেরা ব্র্যান্ডের’ ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ দল।
ওমান ম্যাচের আগে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ বলেন, ‘ব্যাটিং ও বোলিংয়ে কিছু উন্নতির জায়গা আছে। মেহেদী ও সাকিব বেশ ভালো বোলিং করেছে গত ম্যাচে। আমরা ওমানের খেলা দেখেছি। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে দারুণ ব্যাটিং ও বোলিং করেছে। আমাদের ছেলেরা অনেক স্মার্ট এবং অভিজ্ঞ। সেরা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে ওমানের বিপক্ষে জিততে পারব।’
বিজ্ঞাপন
স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। যেখানে ব্যাটসম্যানদের ব্যর্থতা মোটা দাগে উঠে এসেছে। তবে ভিন্ন সুরে কথা বললেন হেরাথ। ব্যাটসম্যান নয়, বরং বোলিং বিভাগকেই কাঠগড়ায় তুললেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি।
হেরাথের কথা, ‘স্কটল্যান্ডের ছেলেরা আমাদের চেয়ে ভালো খেলেছে। শুরুতে আমরা ভালো বোলিং করেছিলাম, কিন্তু শেষদিকে খরুচে বোলিং হয়েছে। শেষ পর্যন্ত লক্ষ্য স্পর্শ করতে পারিনি। জয় পরাজয় অবশ্য খেলারই অংশ। দেশে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ভালো দুটি সিরিজ কাটিয়েছি, যা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।’
টিআইএস/এনইউ