কত কত স্বপ্ন বুনেই না টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য স্বপ্ন দেখাটা বাড়াবাড়িও ছিল না। টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতে এই টুর্নামেন্টে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু গিয়ে কি না প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

ম্যাচশেষে তাই সবাই স্বাভাবিকভাবেই হতাশ। ব্যতিক্রম নন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি বলেছেন, ‘অবশ্যই আমি হতাশ। এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায়ও নেই। যেটা বারবারই বলা লাগছে ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।’

ম্যাচ হারলেও শুরুতে স্কটল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। ৫৩ রানেই তাদের ছয় উইকেট তুলে নিয়েছিলেন বোলাররা। কিন্তু সেখান থেকে শেষের দিকের ব্যাটসম্যানদের নৈপুণ্যে ১৪০ রান ‍তুলে স্কটিশরা। এতে অবশ্য বাংলাদেশের বোলারদের দায় দেখছেন না রিয়াদ।

তিনি বলেন, ‘আসলে এখানে বোলারদের দোষ দেওয়াটা ঠিক হবে না। পেসাররা প্রথম পাওয়ার প্লেতে বেশ ভালো স্পেল করেছিল। স্পিনাররা মাঝে দিয়ে বেশ ভালো করেছিল। মাহেদী ভালো বোলিং করেছে, উইকেট বের করে দিয়েছে। সাকিব ভালো বোলিং করেছে। ডেথ ওভারে আমরা আরও ভালো করতে পারতাম। কিন্তু ব্যাটিংটা আমাদের খুবই বাজে ছিল।’

ভুলগুলো শুধরানোর বার্তাও দিলেন রিয়াদ, ‘আমরা এখন যদি এই জিনিসগুলো খেয়াল না করি, আগামী ম্যাচগুলোতে একই ভুলগুলো করি, তাহলে সামনের ম্যাচগুলোতেও ভালো কিছু হবে না খুব সম্ভবত।’

এমএইচ