সৌম্য-লিটনের উইকেট চাপে রেখেছে বাংলাদেশকে
লক্ষ্য ১৪০ রান। ওপেনার সৌম্য সরকার শুরুতে চার মেরে আভাস দিচ্ছিলেন দারুণ কিছুর। কিন্তু বিধি বাম, একটু পরই ফিরল শেষ কিছুদিনে পরিচিত দৃশ্যের। সৌম্য ফিরলেন, এরপর ক্যাচিং প্র্যাকটিস করিয়ে ফিরলেন তার ওপেনিং সঙ্গী লিটন দাসও। তাতে মাঝারি লক্ষ্য তাড়া করতে গিয়েও বেশ চাপে পড়ে গেছে বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় বল, নিজের প্রথম; ব্র্যাড হুইলের গুড লেন্থের বলটা একটু বেরিয়ে এসে সৌম্য সীমানাছাড়া করলেন মিড উইকেট দিয়ে। তাতে দারুণ শুরুরই আভাস মিলছিল। তবে সেটা মিলিয়ে গেল পরের ওভারেই।
বিজ্ঞাপন
সৌম্য সরকারের সে শটের পরই স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার দুজন ফিল্ডার নিয়ে এসেছিলেন মিড উইকেট অঞ্চলে। পরের ওভারে জোশ ডেভি সেই একই জায়গায় বলটা করলেন তাকে। সৌম্য সাতপাঁচ না ভেবে ব্যাট চালালেন সে অঞ্চলেই, ফলাফল যা হওয়ার তাই হয়েছে। জর্জ মুনসির হাতে ধরা পড়লেন বাউন্ডারি লাইনে। ৫ বলে ৫ রান করে ইনিংস শেষ হয় প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করা সৌম্যর।
চতুর্থ ওভারে লিটনও ফিরলেন। ব্র্যাড হুইল বলটা হাত থেকে ছোঁড়ার অনেক আগেই উইকেট ছেড়ে বেরিয়ে আসতে থাকেন বাংলাদেশ ওপেনার। তা দেখেই হুইল করেন এক স্লোয়ার, তাতে বিভ্রান্ত হয়ে ঠিকঠাক ব্যাটে বলে করতে পারেননি লিটন, ক্যাচ দিয়ে বসেন মিড অফে। চতুর্থ ওভারেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
দুজনের বিদায়ে লাল সবুজের প্রতিনিধিরা বেশ চাপেই পড়ে গেছে। পাওয়ার প্লেতে উঠেছে মাত্র ২৬ রান, যেখানে স্কটল্যান্ড তুলেছিল ৩৯।
এনইউ