ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশ দুর্দান্ত কেটেছে ভারতীয় লেগ স্পিনার ইউজবেন্দ্র চাহালের। প্রায় প্রতিটি ম্যাচেই প্রভাব বিস্তার করেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ক্রিকেটার। পুরো টুর্নামেন্টে ১৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি। 

এর মধ্যে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় লেগে। তার এমন পারফরম্যান্সের পর ভারতের বিশ্বকাপ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করার দাবি তুলছেন অনেকে। এর মধ্যে আছেন দেশটির সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। 

তবে তার বদলে রাহুল চাহারকে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বিরাট কোহলি। তিনি বলছেন, গতির কারণেই চাহালের চেয়ে এগিয়ে আছেন রাহুল। এছাড়াও সবাইকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া সম্ভব না, মনে করিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

তিনি বলেছেন, ‘এটা খুব চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল কিন্তু আমরা একটি কারণে রাহুল চাহারকে নিয়েছি। সে গত কয়েক বছর আইপিএলে দুর্দান্ত বোলিং করেছে। তার বলে গতি আছে শ্রীলঙ্কা ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করেছে। সে ওই কঠিন ওভারগুলো করেছে।’

তিনি আরও বলেন, ‘উইকেট দিন দিন ধীরগতির হবে, এই বিশ্বাস নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি। তাই যাদের বলে গতি আছে তারা যারা বাতাসে রাখে তাদের চেয়ে বেশি ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারবে। রাহুল প্রকৃতিগতভাবেই ওই ক্ষমতাটা পেয়েছে। সে এমন একজন, যে সবসময় আক্রমণ চালিয়ে যায়। এটাই তার পক্ষে গেছে। বিশ্বকাপ সবসময়ই কঠিন আর আপনি সবাইকে স্কোয়াডে নিতে পারবেন না।’

এমএইচ