মুশফিকের ফর্মে ফেরা সময়ের ব্যাপার : মাহমুদউল্লাহ
সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের উইকেটরক্ষকের দায়িত্ব ছেড়েছেন মুশফিকুর রহিম। তার আগে থেকে নিজ ব্যাটে ছন্দ খুঁজে পাচ্ছেন না। কুড়ি ওভারের প্রতিযোগিতায় পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন দু’বছরের বেশি হয়ে গেছে। এই ফরম্যাটের শেষ ৮টি আন্তর্জাতিক ম্যাচে তার ব্যক্তিগত সর্বোচ্চ ২০ রান। আসন্ন বিশ্বকাপের আগে তিনটি প্রস্তুতি ম্যাচেও রান পাননি। তবে মুশফিকের বর্তমান ফর্ম নিয়ে একেবারেই ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বিশ্বকাপের ম্যাচে আগামীকাল (রোববার) স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে মুশফিকের হয়ে ব্যাট করলেন টাইগার দলপতি। সেখানে মাহমুদউল্লাহ বললেন, ‘আমরা সবাই জানি মুশফিক দলে কতটা মূল্যবান। এই ফরম্যাটে অনেক সময় অনেক ক্রিকেটারের ৩-৪ ম্যাচ খারাপ যেতে পারে। ওর মতো খেলোয়াড় সম্পর্কে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। বিগত বছরগুলোতে প্রমাণ করেছে ও চ্যাম্পিয়ন খেলোয়াড়। আমাদের সবার ওর প্রতি সাপোর্ট আছে। আমি বিশ্বাস করি দলের প্রয়োজনে যথাসময়ে ফিরে আসবে, এটা শুধু সময়ের ব্যাপার।’
বিজ্ঞাপন
সঙ্গে আরও যোগ করেন, ‘মাঝেমাঝে এমন ম্যাচ যায় যেখানে আপনি সংগ্রাম করবেন। নেটে ও অনেক পরিশ্রমী। তাকে নিয়ে বেশি কিছু বলার নেই, আমরা সবাই জানি। সে দারুণভাবে অনুশীলন করছে। ওর ফর্মে ফেরা সময়ের ব্যাপার। সবাই তার পাশে আছি।’
মুশফিকের রান খরা একপাশে রাখলে সুখকর নয় মাহমুদউল্লাহর পরিসংখ্যানও। টি-টোয়েন্টি বিশ্বকাপ তার পক্ষে কথা বলে না। তবে এসব নিয়ে কখনো ভাবেননি বলে জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক।
মাহমুদউল্লাহর ব্যাখ্যা, ‘আমি আসলে জানি না, আপনার কাছ থেকে জানলাম। আমি এটা নিয়ে উদ্বিগ্ন নই। যতটুকু পারি দলে অবদান রাখার চেষ্টা করব, দলের ইতিবাচক ফলাফল আনার চেষ্টা করব।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে দলের সঙ্গে যোগ দেওয়া সাকিব আল হাসান প্রসঙ্গে মাহমুদউল্লাহ বললেন, ‘সাকিব আজ সকালে এসেছে। আইপিএলে কমিটমেন্ট ছিল। সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। অনুশীলন শুরু করলে মাঠে আসবে। একটু ক্লান্ত হয়ত, খেলেই ভ্রমণ করে এসেছে।’
টিআইএস/এনইউ