সাকিব আল হাসান/ফাইল ছবি

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করে অনবদ্য এক নৈপুণ্যই দেখিয়েছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার অনেকবারই বলেছেন এই পজিশনেই ব্যাট কর‍তে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এবার আরেকটি বিশ্বকাপ, যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে সাকিবের ব্যাটের দিকেই তাকিয়ে গোটা বাংলাদেশ। কিন্তু আসন্ন বিশ্বকাপে মাঠে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, টপ অর্ডারের ভাবনায় নেই সাকিব।

আজ (শনিবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মলনে মাহমুদউল্লাহ স্পষ্ট করে দিলেন, ওপেনিংয়ে লিটন দাস-নাঈম শেখ। তিন নম্বরের ভাবনায় আছেন সৌম্য সরকার। যেভাবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং অর্ডার সাজিয়েছিল টাইগাররা, বিশ্বকাপেও একই প্রক্রিয়া থাকবে। সে হিসেবে সাকিব সুযোগ পাবেন চার নম্বরে।

মাহমুদউল্লাহ বললেন, ‘সৌম্য দারুণ ব্যাটিং করছে। এই (প্রস্তুতি) দুটি ম্যাচে ব্যাটিং ভালো করেছে, বোলিংও খুব ভালো করেছে। টিম কম্বিনেশন কীভাবে সাজাচ্ছি এটার উপর নির্ভর করছে। ওপেনিংয়ের বিবেচনায় সে আছে, অথবা তিন নম্বরেও দেখা যেতে পারে। কাল (ম্যাচে) দেখতে পারবেন কম্বিনেশন কী হয়। তবে সম্ভবত আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজের কম্বিনেশন নিয়েই নামব। নাঈম, লিটন এবং সৌম্যর মধ্যেই ওপেনিং স্লট নির্ধারণ করা হবে।’

পরের কথায় নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন মাহমুদল্লাহ। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজেও রান পাননি লিটন। ব্যর্থ ওপেনার নাঈম শেখও। আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচেও হাসেনি তাদের ব্যাট। তবে ওপেনিংয়ে লিটন-নাঈমের প্রতি আস্থা হারাচ্ছেন না অধিনায়ক।

মাহমুদউল্লাহ বললেন, ‘লিটন তো কয়টা ম্যাচে ভালোই ব্যাটিং করল। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি প্রতিদিন রান করতে পারবেন না। এর মানে এই নয় আপনার ফর্ম নেই। প্রতি ম্যাচে আপনি রান করতে পারবেন না। কিন্তু আত্মবিশ্বাস থেকে সরে আসরে মানসিকভাবে চ্যালেঞ্জিং হয়ে যায়।’

সঙ্গে যোগ করেন মাহমুদউল্লাহ, ‘নাঈম ভালো ব্যাটিং করছে। এটা নিয়ে দুশ্চিন্তা করছি না। নাঈম ডট বল খেলছে, ডট বল তো যে কেউই খেলতে পারে, আমিও খেলতে পারি, সাকিব-মুশফিকও খেলতে পারে। আমাদের ইতিবাচক মনোভাব থাকবে। পাওয়ার-প্লেতে কীভাবে খেলতে হবে তা নাঈমও জানে, আমাদের কথা এসব নিয়ে কথা হয়েছে। আশা করছি কাল ওপেনিং জুটি ভালো করবে।’

টিআইএস/এনইউ