রাত গড়ালেই শুরু ব্যাট-বলের লড়াই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ স্কটল্যান্ড। এই ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ দলকে রীতিমত হুমকি দিয়ে রেখেছেন স্কটিশ কোচ শেন বার্জার। তবে এসব কথায় মোটেও বিচলিত নন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে স্কিল হিটিংয়ে বাজিমাত করার বার্তা দিলেন তিনি।

এক সাক্ষাৎকারে স্কটল্যান্ড কোচ বলেন, ‘বাংলাদেশ পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ভালো দল নয়, বিষয়টাকে এভাবেই দেখছি আমরা। আমরাই তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াব। আমরা প্রস্তুত আর ম্যাচে নামতে তৈরি। যদি আমরা সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যে কোনো দলকেই হারিয়ে দিতে পারি, সেটা বাংলাদেশ হোক, কিংবা ওমান, পাপুয়া নিউগিনি।’

আজ (শনিবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এর জবাব দিতে গিয়ে মাহমুদউল্লাহ বলছিলেন, ‘স্কটিশ কোচ কি বলেছেন তাতে আমি ভাবছি না। আমি আমাদের সামর্থ্য জানি। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে আমরা সেরকম হার্ড ক্রিকেট খেলব। আমরা বিনয়ী থাকতে চাই, সম্মান করি। তবে হার্ড ক্রিকেটও খেলব।’

হার্ড ক্রিকেট বলতে ঠিক কী বোঝাতে চাইলেন মাহমুদউল্লাহ? সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল সেটির। তবে কি আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বধের ছক কষছে টাইগাররা? মাহমুদউল্লাহ পুরো বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জানালেন, ‘স্কিলড হিটিং হবে দলের মূল অস্ত্র।’

মাহমুদউল্লাহর ভাষায়, ‘আমি একটা জিনিস বিশ্বাস করি। পাওয়ার হিটার বলতে গেইল, পোলার্ড, রাসেল পাওয়ার হিটার। কিন্তু কেন উইলিয়াসনকে পাওয়ার হিটার তো বলা যায় না। তিনি স্কিলড হিটার। আমরা নিজেদের স্কিলড হিটার মনে করছি। আমরা পাওয়ার হিটারের চেয়ে ভালো স্কিলড হিটার হতে পারি। এটা নিয়ে কথা বলেছি। আমাদের ওই জিনিসগুলো ঠিক হলে অবশ্যই ভাল কিছু সম্ভব।’

টিআইএস/এনইউ