দিন দুয়েক পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আগের ছয় আসরের শিরোপা জিতেছে পাঁচ দল। ওয়েস্ট ইন্ডিজ একমাত্র দল হিসেবে দুই বার ও ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত জিতেছে একবার করে। গত ছয় টুর্নামেন্টে একজন ক্রিকেটারই দুবার জিতেছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার, তিনি বিরাট কোহলি। দেখে নেওয়া যাক আগের ছয় টি-টোয়েন্টি বিশ্বকাপে কারা ছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট- 

২০০৭ সালে প্রথমবারের মতো হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন শহিদ আফ্রিদি। ১২ উইকেট নেওয়ার সঙ্গে সেবার তিনি রান করেছিলেন ৯১।
দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিলকারাত্নে দিলশান। ৫২.৮৩ গড়ে ওই আসরে ৩১৭ রান করেছিলেন তিনি।
২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে রঙিন পোশাকে শিরোপা জেতার আক্ষেপ শেষ হয় ইংল্যান্ডের। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন কেভিন পিটারসন। ৬২ গড়ে ২৪৮ রান করেছিলেন তিনি।
চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ওই টুর্নামেন্টে ব্যাট হাতে ২৪৯ রান করেছিলেন তিনি। বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট।
বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হন বিরাট কোহলি। ওই টুর্নামেন্টে ১৩৬.৫০ গড়ে ২৭৩ রান করেছিলেন তিনি।
সবশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন বিরাট কোহলি। ১৩৬.৫০ গড়ে ২৭৩ রান করেছিলেন তিনি।

এমএইচ