বাংলাদেশি ‘বিস্ময় লেগ স্পিনারের’ ভিডিও শেয়ার দিলেন শচীন
লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের আক্ষেপের শেষ নেই। নানা চেষ্টা করেও লেগ স্পিনার তুলে আনা যাচ্ছে না। যাদের পাওয়া যাচ্ছে, তারাও থিতু হতে পারছেন না। বিভিন্ন টুর্নামেন্টে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলকও করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নতুন কাউকে খুঁজে পেলে তাই বাংলাদেশে বেশ হইচই হয়। এবার তেমনই এক বিস্ময় বালককে খুঁজে পাওয়া গেছে। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিশুর লেগ স্পিন করার ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় লেগ স্পিনে ব্যাটসম্যানদের বোকা বানাচ্ছে সে।
বিজ্ঞাপন
তাকে নিয়ে প্রশংসায় ভেসে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। কেবল বাংলাদেশই নয়, এই বিস্ময় লেগ স্পিনারে মুগ্ধ খোদ শচীন টেন্ডুলকারও। সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। ভারতীয় এই কিংবদন্তি নিজের ভেরিফাইড পেজে পোস্ট করেছেন তার ভিডিও।
সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন টেন্ডুলকার। তিনি লিখেছেন, ‘ওয়াও! এক বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেলাম। এটা দুর্দান্ত। ক্রিকেটের প্রতি এই ছোট্ট ছেলেটার ভালোবাসা ও প্যাশন স্পষ্ট।’ সঙ্গে একটি হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন শচীন, ‘ক্রিকেটটুগেদার’। বরিশালের মাহাবাজ এলাকার এই শিশুটির নাম আসাদুজ্জামান সাদিদ। এখনও পর্যন্ত স্কুলেও ভর্তি হয়নি সে।
এমএইচ