অবশেষে জানা গেল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা ১৩ কোটি ৬৮ লাখ টাকারও বেশি। রানার্স আপ দল পাবে তার অর্ধেক, ৮ লাখ ডলার। তবে চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ না হলেও এই বিশ্বমঞ্চ থেকে খালি হাতে ফিরবে না কোন দল। প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬টি দলের প্রত্যেকেই পাবেন নির্ধারিত ৫.৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি অংশ।

আগামী ১৭ অক্টোবরে থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে কুড়ি ওভারের ক্রিকেটের এই মহাযজ্ঞ। সেমিফাইনালে বিদায় নেবে যে দুই দল তাদের জন্যও বড় অংকই বরাদ্দ রাখা হয়েছে এবার। ৪ লাখ ডলার করে পাবে বিদায়ী সেমিফাইনালিস্টরা। ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের দুই সেমিফাইনাল।

২০১৬ বিশ্বকাপের মতই এবারের আসরেও সুপার টুয়েলভে প্রতিটি ম্যাচে জয়ের জন্য থাকছে বোনাস অর্থ। এই রাউন্ডের ৩০টি খেলার প্রতিটিতেই বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার। শুধু তাই নয় সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে উপহার। বিদায়ী আটটি দলের প্রত্যেকে ৭০ হাজার ডলার করে পাবে।

প্রথম রাউন্ড খেলা দলগুলোর জন্যও ভেবেছে আইসিসি। দুই টেস্ট সদস্য বাংলাদেশ ও শ্রীলংকার সাথে সহযোগী দেশ নামিবিয়া, পাপুয়া নিউগিনি, ওমান, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়বে এই রাউন্ডে। এই রাউন্ড থেকে বিদায় নেয়া চার দলের প্রত্যেকে ৪০ হাজার ডলার করে পাবে। 

এবারের বিশ্বকাপের জন্য সব মিলিয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলারের বিশাল অংকের প্রাইজমানি বরাদ্দ রেখেছে আইসিসি। টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই যে তাদের এই প্রয়াস, তা বলাই বাহুল্য।  

এআইএ/এনইউ/এটি