সাইফউদ্দিনের কাছে ওমানের আবহাওয়া চট্টগ্রামের মতো
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম পর্বের ম্যাচগুলো পড়েছে ওমানে। সেখানকার আবহাওয়া আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেভাগেই ওমানে গেছে বাংলাদেশ দল। ওমানে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি ইতোমধ্যে একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। শুক্রবার ফ্লাডলাইটের আলোর নিচে চলা ম্যাচের সময়কার আবহাওয়া ছিল চট্টগ্রামের মতো, তেমনটিই মনে করেন মোহাম্মদ সাইফউদ্দিন।
আজ (শনিবার) এক ভিডিও বার্তায় জাতীয় দলের এই অলরাউন্ডার বলেন, ‘যেহেতু প্রথমবারের মতো ওমানে এসেছি কন্ডিশনটা একটু অচেনা ছিল। তারপরও প্রথম তিন-চারদিন অনুশীলন করে কিছুটা মানিয়ে নিতে পেরেছি। যদিও আমরা দিনে অনুশীলন করেছি, রাতে তেমন সুযোগ ছিল না।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন সাইফউদ্দিন, ‘প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাঁচ ছয় ওভার যাওয়ার পর মাঠ ভেজা ছিল। কিছুটা কুয়াশা ছিল, যেটা চট্টগ্রামে বিপিএল খেলার সময় পেতাম, এমন আশা করিনি। তারপরও এডজাস্ট করেছি যেহেতু চট্টগ্রামে বিপিএল খেলেছি কুয়াশার মধ্যে। ওই অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছি।’
প্রস্ততি ম্যাচে ওমান ‘এ’ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে ব্যাটে-বলে দাপট লাল-সবুজের প্রতিনিধিদের। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ২০৭ রান তোলার পর বোলারদের নৈপুণ্যে জয় আসে ৬০ রানের বিশাল ব্যবধানে। এ ম্যাচের দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামে বিপিএল ম্যাচ খেলার স্বাদ পেয়েছেন সাইফউদ্দিন। ডিসেম্বর-জানুয়ারিতে যে রকম কুয়াশা থাকে রাতের আকাশে, সেটিই ওমানে পেয়েছেন এই অলরাউন্ডার।
প্রতিপক্ষ ওমান ‘এ’ দল তুলনামূলক দুর্বল হলেও বিষয়টিকে এভাবে দেখতে নারাজ সাইফউদ্দিন, ‘দেখুন আসলে প্রতিপক্ষ কে সেটা আমরা কখনোই খুব বেশি চিন্তা-ভাবনা করি না। কারণ প্রতিটা প্রতিপক্ষকে আমরা দুর্বল ভাবি না। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো ম্যাচে হারার সম্ভাবনা থাকে। আমরা প্রতিটা ম্যাচে নামি নিজের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি। সবাই জানে ঘরের মাঠে সবসময় শক্তিশালী সবাই। যদিও আমরা বড় টার্গেট দিতে পেরেছি ওমানকে, যার কারণে বোলারদের জন্য কাজটা সহজ ছিল।’
অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয় ওমান ক্রিকেট একাডেমি মাঠে। এ মাঠেই বিশ্বকাপের প্রথম পর্বের ৩টি ম্যাচ খেলবে টাইগাররা। এই মাঠের উইকেট সম্পর্কে সাইফউদ্দিন বলেন, ‘সবমিলিয়ে উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক ছিল। বিশেষত সাত-আট ওভার যাওয়ার পর কিছুটা ব্যাটিং সহায়ক উইকেট হয়ে যায়। কারণ বলটা কুয়াশার কারণে ভিজে যায়। এই ম্যাচটা আমাদের জন্য খুব উপকার হয়েছে। কারণ কোয়ালিফায়ারে দুইটা ম্যাচ রাতে। আমরা এখন থেকে আরও বেশি প্রস্তুতি নিবো।’
টিআইএস/এমএইচ