বিশ্বকাপে আফগানিস্তানের পরামর্শক ফ্লাওয়ার
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে আফগানিস্তানের পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের কোচ ছিলেন ফ্লাওয়ার। তার অধীনেই ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ইংল্যান্ড। এসিবির চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজিল বলছেন, ফ্লাওয়ারের যোগ দেওয়া বিশ্বকাপে সাহায্য করবে তাদের।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে অ্যান্ডি ফ্লাওয়ার আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। সে আমাদের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছে। তার অনেক অভিজ্ঞতা আমাদের লাভবান করবে এবং আমাদের দলকে বিশ্বকাপে সাহায্য করবে।’
জিম্বাবুয়ের হয়ে ৬৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে খেলেছেন ফ্লাওয়ার। অবসরের পর ইংল্যান্ড জাতীয় দল ছাড়াও কোচিং করিয়েছেন আইপিএল, সিপিএল, পিএসল ও দ্য হান্ড্রেডের বিভিন্ন দলকে। আগামী ৬ অক্টোবর বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে আফগানিস্তান।
এমএইচ/এটি