‘পরের মাঠে’ বিশ্বকাপ আয়োজন করেও ভারতের আয় ১০০ কোটির বেশি
কয়েকদিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টের স্বাগতিক ভারত। যদিও করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করতে পারছে না তারা। ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে স্বাগতিক দেশ হিসেবে আছে ভারতই। আসন্ন বিশ্বকাপ থেকে প্রায় ১০৩ কোটি টাকা আয়ের পরিকল্পনা রয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার।
এর মধ্যে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের জন্য এমিরেটস ক্রিকেট বোর্ডকে ৬০ কোটি টাকা দেবে বিসিসিআই। এই বোর্ডের অধীনে থাকা মাঠগুলোতে ম্যাচ আয়োজন হবে ৩৯টি। এছাড়া প্রাথমিক পর্বের ছয় ম্যাচ আয়োজনের জন্য ওমান ক্রিকেট বোর্ড পাবে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
বিজ্ঞাপন
অ্যাপেক্স কাউন্সিলের কাছে পাঠানো বিসিসিআইয়ের এক মেইলে এসব তথ্য জানা গেছে। সবমিলিয়ে ২৫ মিলিয়ন ডলার খরচ হবে এবারের বিশ্বকাপে। টাকার অঙ্কে যা ২০০ কোটি টাকারও বেশি। তবে এই খরচ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে কম।
গত বছর অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায় সেটি। এরপর স্বাগতিক হওয়ার দায়িত্ব নেয় বিসিসিআই। শুরুতে নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল। কিন্তু ভারতের করোনা পরিস্থিতি অবনতি হলে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
অর্থনৈতিক হিসাব দেওয়া ওই ইমেইলে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ লিখেছেন, ‘বিসিসিআই স্বাগতিক হওয়ার বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছে। অনেক কিছু ভাবার খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে ও সংশ্লিষ্টদের গুরত্বের কথা মাথায় রেখে আমিরাত ও ওমানে আয়োজনের সিদ্ধান্ত নেয়।’
এমএইচ