বাংলাদেশের বিশ্বকাপের মূল মিশন শুরু হতে এখনো দিন দশেক বাকি। তবে ইতোমধ্যেই ওমানে চলে গেছে টাইগাররা। মঙ্গলবার প্রথমবারের মতো নেমেছে অনুশীলনেও। একদিন কোয়ারেন্টাইনের পর প্রথমবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। 

অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সৌম্য সরকার জানিয়েছেন নিজেদের প্রস্তুতির ব্যাপারে। ভালো অনুশীলন হয়েছে বলে জানিয়েছেন তিনি। উইকেটও ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট সহায়ক ছিল বলেই মনে করেন সৌম্য। 

তিনি বলেন, ‘একদিন কোয়ারেন্টাইনের পর আজকে প্রথম মাঠে এসেছি। খুব ভালো লাগছে অনুশীলন করতে পেরে। একটু ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়া। প্রথমে এসে একটু ফুটবল খেলেছি, মাঠের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। নেটে ব্যাটিং করেছি, বোলিং করেছি। সব মিলিয়ে দিনটা ভালো গেছে।’ 

উইকেট নিয়ে তিনি বলেন, ‘এখানে যেভাবে দেখলাম আজকে উইকেটে ঘাস ছিল। তো এরকম যদি থাকে। বোলারদেরও হেল্প থাকবে, ব্যাটসম্যানদের জন্যও ভালো ছিল। বল ব্যাটে আসছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে এমন উইকেট থাকলে হিটিংয়ের জন্যও ভালো হয়। আশা করি ভালো হবে। প্রথম দুয়েকদিন হয়তো ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। তবে আস্তে আস্তে এটা কাভার হয়ে যাবে।’

নিজেদের ফিটনেস নিয়ে সৌম্য বলেন, ‘মানসিকভাবে সবাই তৈরি। আমরা শেষ দুইটা টুর্নামেন্ট খেলে এসেছি, সবাই খেলার ভেতরে ছিল। একটা বড় টুর্নামেন্ট খেলতে এসেছি, এর আগে মানসিক বিশ্রামের প্রয়োজন থাকে। সবাই বিশ্রাম নিয়ে আবার মাঠে ফিরেছে। আশা করি সবার ফিটনেসটা ভালো আছে। বিশ্রামের মধ্যেও সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। আজকে থেকে আমরা এখানে ক্যাম্প শুরু করলাম। সবার ফিটনেসর অবস্থা ভালো।’

এমএইচ