টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কিনবেন যেভাবে
করোনা শঙ্কা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছুই। মাঠে ক্রিকেট গড়িয়েছে অনেক আগেই। এবার দর্শকও ফিরতে শুরু করেছে গ্যালারিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্যালারিতেও দেখা মিলবে ক্রিকেট ভক্তের। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় বিশ্বকাপ ম্যাচগুলোতে দর্শক থাকবে ৭০ শতাংশ।
২০ ওভারের এই শ্রেষ্টত্বের লড়াই শুরু ১৭ অক্টোবর। তার আগে বিশ্বকাপের টিকিট বিক্রিও শুরু করেছে আইসিসি। চাইলে আপনিও অনলাইন থেকে কিনতে পারবেন টিকিট। পাওয়া যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েব সাইটে।
বিজ্ঞাপন
ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর। যেখানে প্রথম রাউন্ডে মাসকটে ওমান-পাপুয়া নিউগিনির ম্যাচের দিনেই নামবে স্কটল্যান্ড-বাংলাদেশ। এই পর্বে খেলে দুটি গ্রুপ থেকে চার দল টুর্নামেন্টের মূল পর্বে সুযোগ পাবে। সুপার টুয়েলভ শুরু ২৩ অক্টোবর।
ওমান ক্রিকেট একাডেমিতে থাকছে অস্থায়ী অবকাঠামো। যেখানে খেলা দেখতে পারবেন ৩ হাজার দর্শক।
আইসিসির সিইও জিওফ অ্যালারডাইস দর্শক অনুমতির খবর দিয়ে বলেন, ‘আমরা খুব খুশি মাঠে আবার দর্শকদের স্বাগত জানাতে পারছি। বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। এত বড় প্রতিযোগিতা এখানে প্রথম বার হচ্ছে। তাই যাতে নিরাপদে সবাই খেলা দেখতে পারেন তা নিশ্চিত করতে হবে।’
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহও উচ্ছ্বসিত। বলছিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ দর্শকরা মাঠে এসে দেখতে পারবেন। এরচেয়ে ভাল খবর আর কী হতে পারে? শুধু সবাইকে অনুরোধ করব, স্বাস্থ্য বিধি মেনে খেলা দেখতে আসুন।’
এটি/এনইউ