ভালো অধিনায়কত্ব করছেন মরগান, বলছেন ম্যাককালাম
কলকাতা নাইট রাইডার্সের সময়টা একদমই ভালো যাচ্ছে না। শুক্রবার রাতেও পাঞ্জাব কিংসের কাছে পাঁচ উইকেটে হেরে গেছে তারা। তাতে কঠিন হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফ খেলার পথ। এই অবস্থার জন্য কলকাতার সমর্থকদের তোপের মুখে আছেন অধিনায়ক ইয়ন মরগান।
ব্যাটিং ফর্মটা তার ভালো যাচ্ছে না চলতি মৌসুমে। ১১ ইনিংসে ১০৯ রান করেছেন তিনি। গড় ১০.৯৮ আর স্ট্রাইক রেট ১০০.৯২। তবে মরগানের পক্ষে কথা বলেছেন কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালাম। দলকে ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছেন মরগান, এমনটিই মনে করেন সাবেক এই কিউই ক্রিকেটার।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমাদের অন্যতম সিনিয়র ক্রিকেটার মরগান। সে আমাদের আন্তর্জাতিক ব্যাটসম্যান যে রান করে অবদান রাখতে চায়। আমার মনে হয় সে খুব ভালো অধিনায়কত্ব করছে। কিন্তু দেখুন, তার কাছ থেকে আমাদের আরও কিছু রান দরকার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
তবে মরগানের ব্যাটিংটা যে ঠিকঠাক হচ্ছে না সেটা মেনে নিয়েছেন ম্যাককালাম, ‘আপনি বিদেশিদের কাছ থেকে এমন গুরুত্বপূর্ণ জায়গায় রান চাইবেন। আমার বিশ্বাস আছে সে ঠিক পথে ফিরে আসবে। কিছু ছেলে খুব ভালো করছে।’
কলকাতার দলের ভারসম্য নিয়েও প্রশ্ন উঠেছে, এ নিয়ে মরগান বলেছেন, ‘যখন আপনি রাসেলকে হারাবেন। দলে ভারসম্য রাখাটা সবসময়ই কঠিন। আমরা শারজাহতে ভালো করেছি কিন্তু একজন ব্যাটসম্যান কম মনে হয়েছে। আমরা অনুভব করেছি আরেকজন ব্যাটসম্যান যদি খেলাতে পারতাম। ভেঙ্কাটেশ আয়ার ও রানার বোলিং ব্যবহার করেছি, তারা খুবই বিচক্ষণ বোলার।’
এমএইচ