আগামী ১৭ অক্টোবর শুরু হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। এজন্য আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা। প্রথমবারের মতো বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গী হচ্ছেন নাসুম আহমেদ। বিশ্বকাপ ঘিরে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে নাসুম জানিয়েছেন, নিজেকে উপস্থাপন করা লক্ষ্য তার।

আজ (শুক্রবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাসুম বলেন, ‘ভালো তো করতে হবে। ইনশাআল্লাহ্‌ আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো ইনশাআল্লাহ্‌। এখানে চ্যালেঞ্জ বলতে কিছু নাই, ভালো করতে হবে যেকোনো উইকেটে।’

এবারের বিশ্বকাপ আসর বসবে মধ্যপ্রাচ্যে। ওমানে প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারলে সুপার টুয়েলভের টিকিট পাবে বাংলাদেশ দল। এই রাউন্ড থেকে টুর্নামেন্টের বাকি খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। বর্তমানে সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুই সতীর্থের কাছ থেকে সেখানকার উইকেট ও আবহাওয়া সম্পর্কে ভালো ধারণা পাবেন বলে মনে করছেন নাসুন।

এ প্রসঙ্গে নাসুম বলছিলেন, ‘অবশ্যই ওরা (সাকিব-মুস্তাফিজ) ওইখানে অনেকদিন যাবৎ আছে। ওখানের উইকেট সম্পর্কে ওদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার জন্য কোনো একটা আইডিয়া পাবো আমরা।’

যোগ করেন নাসুম, ‘মানিতে তো নিতে হবে। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো উপায়ে মানিয়ে নিতে হবে। খেলাও জিততে হবে, ওইরকমভাবে নিজেকে উপস্থাপন করতে হবে।’

টিআইএস