ভিডিও গেম খেলে এসে কোপায় ব্রাজিলকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা
২৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে আর্জেন্টিনার। ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পাঁচ পেনাল্টির তিনটিই ঠেকিয়ে দেন। পরে ফাইনালেও রাখেন ক্লিনশিট।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে সাক্ষাৎকার দিয়েছেন মার্টিনেজ। যেখানে ভিডিও গেমের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। বলেছেন, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে খেলেছিলেন ভিডিও গেম।
বিজ্ঞাপন
এ নিয়ে তিনি বলেন, ‘কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে আমি কয়েকটা কল অফ ডিউটির ম্যাচ খেলেছিলাম। আমাদের মধ্যে সবচেয়ে বেশি গেম খেলে টাগ্লিয়াফিকো। সে সবকিছু তৈরি করে। আর সবচেয়ে বেশি তর্ক করে, সবচেয়ে বেশি ভাবনাও তার। সে সবসময়ই আমাদের হারিয়ে দেয়।’
কেবল মার্টিনেজই নন, আর্জেন্টিনার বাকি ফুটবলারদেরও যে ভিডিও গেমের প্রতি আগ্রহ আছে সেটিই বোঝা গেল তার কথায়। ম্যাচের আগে কিংবা টুর্নামেন্টের সময় তারা মেতে ওঠেন এসব খেলায়। মার্টিনেজ মনে করেন, এসব গেম তাদের আরও ঐক্যবদ্ধ হতে সাহায্য করে।
তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার যে দলটা আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা কার্ড খেলি, নিজেদের মধ্যে কল অফ ডিউটি খেলি। কেউ কেউ আছে ফিফা খেলে। রোমেরো, লিসান্দ্রো ওরা পংয়ের টুর্নামেন্টে খেলে। দলটা দিন দিন আরও বেশি ঐক্যবদ্ধ হচ্ছে, গেম খেলার ভূমিকা আছে তাতে।’
মার্টিনেজ আরও বলেন, ‘ফুটবল একদিকে সরিয়ে রাখলে আমি এটাকে পছন্দ করি। যখন বাসায় যাই, পরিবারের সঙ্গে থাকি। আমার ভিডিও গেমের জন্য আলাদা জায়গা আছে সেখানে আমি আর্জেন্টিনার বন্ধুদের যুক্ত করি। সত্যিটা হচ্ছে আমি ভিডিও গেম পছন্দ করি।’
এমএইচ