ওমানে প্রস্তুতি ক্যাম্প বাংলাদেশের, আমিরাতে প্রস্তুতি ম্যাচ
আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ স্কটল্যান্ড। এ জন্য আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বেন মাহমুদউল্লাহ রিয়াদরা। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপ খেলতে ওমান গিয়ে কতদিন কোয়ারেন্টাইন করতে হবে টাইগারদের, কোন প্রক্রিয়ায় কখন হবে প্রস্ততি ম্যাচ, অনুশীলন পর্ব আর বিশ্বকাপের মূল ম্যাচ।
আগামী ১ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যস্ততা। সেদিন স্পন্সর প্রতিষ্ঠান দারাজের ভিডিও শ্যুটে অংশ নেবেন খেলোয়াড়রা। ২ তারিখ করোনাভাইরাসের নমুনা দিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন সবাই। ৩ অক্টোবর রাত ১০.৪৫টায় ওমানের উদ্দেশে দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। ওমানে পৌঁছে ৪ অক্টোবর কোয়ারেন্টাইন পালন করতে হবে দলকে। ৫, ৬ ও ৭ অক্টোবর দুপুর দেড়টায় ওমানে অনুশীলন করবে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এরপর ৯ অক্টোবর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। পরের দিন অর্থাৎ ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে দুপুর ২টায়।
# উপরের সময়সূচি ওমানের স্থানীয় সময় অনুযায়ী। বাংলাদেশে এর সঙ্গে ২ ঘণ্টা যোগ করতে হবে।
টিআইএস/এটি