ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। পরের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে সে ম্যাচে দাপুটে জয় পায় কলকাতা। তবে একাদশে জায়গা হয়নি সাকিবের। আজ (বৃহস্পতিবার) মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে কলকাতা। এ ম্যাচেও একাদশের বাইরে রাখা হয়েছে সাকিবকে। মূলত আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙছে না শাহরুখ খানের দল।

এবারের আইপিএলের প্রথম অংশটা ভালো যায়নি টাইগার অলরাউন্ডারের। তবে কয়েক দিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন তিনি। এতেও মন গলছে না নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের। আইপিএলের দ্বিতীয় অংশের প্রথম দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হলো না সাকিবের।

এদিকে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজ টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। 

কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও প্রসিধ কৃষ্ণ।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সুরিয়াকুমার যাদব, ইশান কিষান, কাইরন পোলার্ড, সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জাসপ্রিত বুমরাহ।

টিআইএস