ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম অংশটা ভালো যায়নি সাকিব আল হাসানের। তবে কয়েক দিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন তিনি। তাতে অবশ্য কাজ হয়নি। আইপিএলের দ্বিতীয় অংশের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পাননি এই অলরাউন্ডার।

সোমবার রাতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করতে নামবে কলকাতা। এই ম্যাচের একাদশে চার বিদেশির কোটায় সাকিবকে রাখেনি তারা। দলটির চার বিদেশি ক্রিকেটার হলেন- ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও লুকি ফার্গুসন।

আইপিএলের প্রথম অংশটা ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সেরও। ৭ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে তারা। অন্যদিকে ৭ ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণ

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিকল, শ্রীকর ভারত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, শচীন বেবি, কাইল জেমিসন, মোহাম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল