তামিম ইকবাল/ফাইল ছবি

আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। তার আগে বাংলাদেশ অবশ্য প্রস্তুতিটা সেরেছে জয় দিয়ে। তবে শেষ ১৩ ম্যাচের দশটিতে জিতলেও সমালোচনা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। শেষ দশটা ম্যাচ যে হয়েছে মন্থর উইকেটে। বিশ্বকাপে এমন উইকেট হবে না, সেখানে কী হবে এ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের ভাবনাতেও আছে এই উইকেট। যদিও তিনি বিশ্বকাপে নেই, সরিয়ে নিয়েছিলেন নিজেকে; তবু দলের বিশ্বকাপ কেমন হবে তা নিয়ে নিজের ভাবনা জানালেন দেশসেরা এই ওপেনার। জানালেন, মন্থর উইকেটে খেলে গিয়ে বিশ্বকাপে ভালো উইকেট হলে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে দলকে।  

তবে বড় দলের বিপক্ষে টানা ম্যাচ জিতে বিশ্বকাপে পা রাখা বাংলাদেশের প্রস্তুতিকে ভালোই বললেন তিনি। সম্প্রতি রাসেল আরনল্ডের ফেসবুক লাইভে এসে তিনি বললেন, ‘আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। ম্যাচ জিতেছি, বড় দলগুলোকে হারিয়েছি।’

খেলাগুলো স্পোর্টিং উইকেটে হলে বিষয়টা আরও ভালো হতো, জানালেন তামিম। বললেন, ‘ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। তবে আদর্শ প্রস্তুতি হতো যদি স্পোর্টিং উইকেটে খেলতে দেখতাম দলকে। কারণ বিশ্বকাপের বিষয়টাই তো আলাদা। বাংলাদেশ অবশ্য আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে বিশ্বকাপে, এটা দলের জন্য বাড়তি রসদ।’

মূল পর্বের আগে প্রথম পর্বের বৈতরণী পার করতে হবে বাংলাদেশকে। এ কাজটাও সহজ মনে করছেন না তামিম। বললেন, ‘প্রথম বাধাটা যে কোনো ভাবে হোক পার করতে হবে আমাদের, সেটা বাছাইপর্ব (প্রথম রাউন্ড)। কারণ, টি-টোয়েন্টিতে ওমান, স্কটল্যান্ডের মতো দলগুলো বেশ ধাঁধিয়ে দিতে পারে আপনাকে।’

তবে যেমন আলোচনা হচ্ছে, মূল পর্বের উইকেট তেমন নাও হতে পারে, অভিমত তামিমের। কারণ হিসেবে তিনি দেখলেন আইপিএলকে। বললেন, ‘মূল বিশ্বকাপে বেশ উইকেটটা বেশ আগ্রহের বিষয় হয়ে দাঁড়াবে। ভুলে গেলে চলবে না, আইপিএল হচ্ছে এখন। বিশ্বকাপের সময় উইকেট ক্লান্ত থাকতে পারে। স্পিনারদের ভূমিকা রাখার সুযোগ যদি থেকে থাকে, তাহলে আমার মনে হয় আমরা অবশ্যই ভালো করব। তবে উইকেট ভালো থাকলে বিশ্বকাপটা খুব চ্যালেঞ্জিং হবে আমাদের। ’

বিশ্বকাপে ভালো কিছু অর্জন করতে হলে কী করতে হবে দলকে, সে উপায়ও বাতলে দিলেন তামিম। বললেন, ‘শুরুটা ভালো করতে হবে আমাদের। ইতিহাস বলে, শুরুটা ভালো হলে আমাদের পুরো টুর্নামেন্টটাই বেশ ভালো হয়। সেটা না হলে দলের জন্য সমস্যা সৃষ্টি হবে।’
এনইউ