বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হতে যাচ্ছে ১৭ অক্টোবর স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ দিয়ে। বাংলাদেশ ও তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে সেদিন স্কটল্যান্ডের বিপক্ষে। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। অভিজ্ঞ কাইল কোয়েটজারের ওপরই আবারো নেতৃত্বের দায়ভার দিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।
স্কটল্যান্ড দলের কোচ শেন বার্গার দেশের সব অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই দল ঘোষণা করেছেন। অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি অভিজ্ঞ কোচিং স্টাফদের ও সাথে রেখেছে কোয়েটজাররা। স্কটল্যান্ড দলের ব্যাটিং পরামর্শক হিসেবে বিশ্বকাপে সাথে থাকছেন সাবেক ইংল্যান্ড তারকা ব্যাটসম্যান জনাথন ট্রট।
বিজ্ঞাপন
দল ঘোষণা করার পর কোচ শেন বার্গার বলেন, ‘বর্তমান এই দলটি দীর্ঘ দিন ধরে এক সঙ্গে খেলছে তারা জানে কখন কি করতে হবে সামনের পরীক্ষা দিতে প্রস্তুত তারা।’
স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে। ১৫ই সেপ্টেম্বর ৩ ম্যাচের সিরিজ শুরু হচ্ছে স্কটল্যান্ডের এডিনবরায়।
স্কটল্যান্ডের বিশ্বকাপের সম্ভাব্য দল-
কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন, ডাইলান বোয, ম্যাথিউ ক্রস, জস ডেভি, আলিস্টার ইভান্স, ক্রিস গ্রেভস, ওলি হেরিস, মাইকেল লিস্ক, কলাম মেক্লড, জর্জ মুন্সে, সাফিয়ান শরীফ, ক্রিস সোল, হামযা তারিক, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্রাড উইল।
এমএফ/এনইউ