বিশ্বকাপ দলে শামীম-শরিফুল
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ (বৃহস্পতিবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ দুই ক্রিকেটার শামীম পাটোয়ারী ও শরিফুল ইসলাম। ১৫ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আছে আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি।
শামীম পাটোয়ারী আর শরিফুল ইসলাম ছাড়াও প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেলেন লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
বিজ্ঞাপন
বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে বাংলাদেশ দলে ডাক পান চাঁদপুরের ব্যাটিং অলরাউন্ডার শামীম। টাইগার জার্সিতে জায়গা করে নিতে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয় বড় ভূমিকা রেখেছে। বিশ্বকাপ জয়ের পর ঘরোয়া ক্রিকেটেও আলো ছড়ান শামীম। তারপরই চলতি বছরের জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে গিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় তার।
বড় মঞ্চে নেমেও বাজিমাত করেন আগ্রাসী ব্যাটিংয়ে। এরপর সুযোগ পান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। যদিও দেশের হয়ে শেষ কয়েক ম্যাচ মাঠে নামতে পারেননি তিনি। তবে কিছুদিন আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা করে নেন। এবার সরাসরি বিশ্বকাপ দলেই ঢুকে পড়লেন শামিম। ১৫ সদস্যের দলে নাম আছে তার।
শামীমের বিশ্বকাপজয়ী সতীর্থ পেসার শরিফুল ইসলামও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। শামীম শুধু টি-টোয়েন্টি ফরম্যাট খেললেও শরিফুল জাতীয় দলের হয়ে খেলেছেন তিন ফরম্যাটেই। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডে গিয়ে অভিষেক হয় তার।
এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
স্ট্যান্ডবাই- আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন।
টিআইএস/এটি