নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পরিষ্কার ফেভারিট বাংলাদেশ। সিরিজের শুরুটাও দাপুটে হয়েছিল টাইগারদের। তবে দুই ম্যাচ পর খেই হারিয়ে বসে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে ১২৮ রান টপকাতে নেমে ৫২ রানের বড় ব্যবধানে হার। হারের ক্ষতে প্রলেপ দিতে পরের ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহর দল কতটা মরিয়া থাকবে সেটি মনে করিয়ে দিলেন কিউইদের ভারপ্রাপ্ত কোচ গ্লেন পোকনাল।

চতুর্থ ম্যাচের পর অনুশীলন শেষে পোকনাল বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ড বেশ সমৃদ্ধ। শুধু আমাদের বিপক্ষেই নয়, বিশ্বের সব দলের বিপক্ষে। গত ম্যাচ হারার পর তারা ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। আমরা বাংলাদেশের এই তাড়না মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। তাদের মোকাবেলায় প্রস্তুত আছি।’

পোকনাল কথায় স্পষ্ট, নিজেদের ডেরায় কতটা ভয়ঙ্কর লাল-সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টিতে বেশ শক্ত প্রতিপক্ষ হয়ে উঠা বাংলাদেশ দল নিজেদের দেশে খেলা শেষ ১০ ম্যাচের আটটিতেই জিতেছে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে কিছুদিন আগে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচের একটি জিতলে সিরিজ নিজেকে ঝুলিতে পুড়বে বাংলাদেশ।

পোকনাল অবশ্য সব জেনেও দিলেন ঘুরে দাঁড়ানোর বার্তা। পরের ম্যাচটি জিতে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ দিতে চান তিনি, ‘আমরা টানা খেলার সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য ভালো। সিরিজে ব্যবধান কমানোর পর আগামীকাল অনেক ভালো খেলতে হবে। ২-২ এ সমতা আনতে হবে এবং ফাইনাল ম্যাচে চোখ রাখতে হবে। ছেলেরা সমতা ফেরানোর জন্য মুখিয়ে আছে।’

টিআইএস/এটি/এমএইচ