প্রথম ইনিংসে ব্যাটিংটা ঠিকঠাক হয়নি ভারতের। দ্বিতীয় ইনিংসে যেন সেটিই পুষিয়ে দিলেন দলটির ব্যাট্সম্যানরা। রোহিত শর্মা তো সেঞ্চুরি করলেনই, এক আজিঙ্কা রাহানে ছাড়া কম-বেশি রান এসেছে সব ব্যাটসম্যানের ব্যাট থেকেই। তাতে ইংল্যান্ডের সামনে বিশাল লক্ষ্য দিয়েছে সফরকারীরা। ওই লক্ষ্যে চতুর্থ দিনের শেষ অবধি ভালোভাবেই লড়ছে ইংল্যান্ড।

ওভালে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে করেছে ৪৬৬ রান। ৩ উইকেটে ২৭০ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে দলটি। দিনের শুরুতে আজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজার উইকেট হারায় তারা। পরে ৯৬ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক কোহলিও।

কিন্তু ঋষভ পান্ত ও শার্দুল ঠাকুরের ফিফটিতে বড় সংগ্রহ পায় ভারত। ১০৬ বলে ৫০ রান করে মঈন আলীর বলে কট অ্যান্ড বোল্ড হয়েছেন পান্ত। ৭২ বলে ৬০ রান করা ঠাকুরকে আউট করেছেন রুট। ইংল্যান্ডের হয়ে ৩২ ওভার বল করে ৮৩ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন ক্রিস ওকস। 

৩৬৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে খেই হারায়নি ইংল্যান্ডও। চতুর্থ দিনের শেষে একটিও উইকেট হারায়নি তারা। ১০৯ বল খেলে ৩১ রান করে অপরাজিত আছেন ররি বার্নস। ৮৫ বলে ৪৩ রান করেছেন হাসিব হামিদ।

এমএইচ