অনবদ্য ব্যাটিংয়ের জন্য ‘হিটম্যানের’ তকমা কুড়িয়েছেন রোহিত শর্মা। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরির আগে এই ফরম্যাটে আরও ৭টি শতক হাঁকিয়েছেন তিনি। তবে এই শতকটি তার কাছে ‘স্পেশাল’ হয়ে থাকবে। কারণ দেশের বাইরে এটিই রোহিতের প্রথম শতরান।

রোহিতের আগের সাতটি শতরানই ভারতের মাটিতে। এমনকি এশিয়ায় একাধিক টেস্ট খেললেও আক্ষেপ ঘুচ্ছিল না রোহিতের। ইংল্যান্ডের মাটিতে নিজের নবম টেস্টে শতরান পেলেন রোহিত। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে সাতটি, নিউজিল্যান্ডে ছয়টি, দক্ষিণ আফ্রিকায় নয়টি এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চারটি টেস্ট খেলেছেন। কিন্তু কোথাও সেঞ্চুরি করতে পারেননি।

ওভাল টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নবিরতির পর ১৪৫তম বলে ফিফটি পান রোহিত, এটি তার ক্যারিয়ারের ধীরতম। ফিফটির পরই খোলস পাল্টেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রাথমিক বিপদ কেটে ওঠার পর দলের লিড দ্রুত বাড়িয়ে নেওয়ায় মন দিয়েছেন। ৫৮ বলে পরের ৪৪ রান নিয়েছেন ৭ চারে। মঈন আলীর বলে এগিয়ে এসে মাথার ওপর তুলে ফেলেছেন গ্যালারিতে, এতেই খরা কাটল রোহিতের। পেয়ে গেলেন কাঙ্ক্ষিত শতকের স্বাদ।

পরে রবিনসনের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ২৫৬ বলে খেলেন ১২৭ রানের ইনিংস। যেখানে ১৪টি চারের সঙ্গে ছক্কা হাঁকান ১টি।

টিআইএস