বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন ড্যানিয়েল জার্ভিস ওরফে ‘জার্ভো ৬৯’ নামের এক সমর্থক। চলমান ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ নিয়ে যতটা না আলোচনা, তার থেকে বেশি আলোচনা তাকে ঘিরে। লর্ডস, লিডসের পর ওভালেও গ্যালারি ছেড়ে মাঠে নেমে পড়েন তিনি। আগে দুবার তাকে সতর্ক করে ছেড়ে দেন মাঠে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা। এবার আর পার পেলেন না জার্ভো। ওভালে ম্যাচ চলাকালীন মাঠে নেমে ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি।

ইংল্যান্ড-ভারত সিরিজে আগেও দুবার মাঠে ঢুকে পড়া জার্ভো কাল (শুক্রবার) ওভাল টেস্টের দ্বিতীয় দিনে আবারও গ্যালারি থেকে সোজা মাঠে ঢুকে পড়েন। ইংল্যান্ড তখন ব্যাটিংয়ে, ওলি পোপ স্ট্রাইকে। হুট করে মাঠে ঢুকে পোপকে বল করার ভঙ্গিতে দৌড়ে আসছিলেন জার্ভো। ননস্ট্রাইক প্রান্তে তখন জনি বেয়ারস্টো দাঁড়িয়ে ছিলেন, তাল সামলাতে পারেননি জার্ভো, ধাক্কা লাগে বেয়ারস্টোর সঙ্গে। এই ঘটনার পর লন্ডন পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত জার্ভোকে।

ব্রিটিশ সংবাদমাধ্যমকে মেট্রোপলিটন পুলিশ বলেছে, ‘ওভাল ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার সন্দেহজনক শারীরিক আক্রমণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে দক্ষিণ লন্ডন পুলিশ স্টেশনের হেফাজতে রাখা হয়েছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, মাঠে ঢুকে পড়া লোকটি জার্ভো।

বার বার মাঠে নেমে পড়ে আলোচনায় আসা জার্ভো মূলত একজন ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ২০ হাজারের উপরে।

ভারতের জার্সি গায়ে জার্ভোকে প্রথমবার তাকে দেখা গিয়েছিল লর্ডস টেস্টে। মাঠের মধ্যে এসে নিজেকে রীতিমতো ভারতের খেলোয়াড় বলে দাবি করতে থাকেন। এমনকি মাঠে ঢুকেই বল করার জন্য রানআপ নেওয়ার প্রস্তুতি শুরু করে দেন। নিরাপত্তাকর্মীরা ছুটে গিয়েছিলেন বলে রক্ষে! এরপর লিডসে রোহিত শর্মা আউট হয়ে ফেরার সময় অন্য প্রান্ত দিয়ে হেলমেট, প্যাড লাগিয়ে ব্যাট নিয়ে ঢুকে পড়েছিলেন মাঠে।

টিআইএস/এটি